
ছবি: টঙ্গীতে জুলাই হত্যাকান্ড মামলায় অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া গ্রেপ্তার
আওয়ামী লীগ পন্থী "স্বাধীনতা শিক্ষক পরিষদ" (স্বাশিপ) গাজীপুর জেলা শাখার সভাপতি ও টঙ্গী পাইলট স্কুল এণ্ড গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়াকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ১ এর সদস্যরা। মঙ্গলবার দুপুরে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি টঙ্গী কলেজ রোডের স্বপ্ন সুপার শপের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ এর মেজর আহনাফ।
র্যাব জানায়, জুলাই ২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল সমাবেশে হামলায় ছাত্র জনতার হতাহতের ঘটনায় জড়িত একাধিক মামলার আসামী টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের নানা অনিয়ম নিয়ে গুরুতর অভিযোগ রয়েছে।
৫ আগষ্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ২১টি অভিযোগ জমা পড়ে গাজীপুর জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসে। র্যাব কর্মকর্তারা আরো জানান, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়ার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহত মামলায় জড়িত থাকার অভিযোগ এবং নানা ঘটনা প্রবাহ বেশ কিছু দিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজরে রাখছিলেন। বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য অধ্যক্ষ আলাউদ্দিন মিয়াকে র্যাব কার্যালয়ে রাখা হয়েছে।
আসিফ