
ছবি: সংগৃহীত।
“খেলা হবে, খেলা হবে”—এই সংলাপে একসময় দেশজুড়ে ভাইরাল হয়েছিলেন নারায়ণগঞ্জের আলোচিত নেতা শামীম ওসমান। তাঁর সেই আত্মবিশ্বাসী কণ্ঠ, সন্ত্রাসী হুংকার আর রাজনৈতিক দম্ভ যেন একসময় নারায়ণগঞ্জবাসীর দৈনন্দিন জীবনের আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সময় বদলেছে। ৫ আগস্টের পর থেকে পাল্টে গেছে দৃশ্যপট। “খেলা হবে” বলার সেই মানুষটি আজ কোথায়?”—এটাই এখন কোটি টাকার প্রশ্ন।
শামীম ওসমান শুধু একজন সংসদ সদস্য ছিলেন না, তিনি ছিলেন নারায়ণগঞ্জের একচ্ছত্র নিয়ন্ত্রক। তাঁর নিয়ন্ত্রণে ছিল বিশাল সন্ত্রাসী বাহিনী। বিরোধী দল, প্রশাসন এমনকি নিজ দলের নেতাকর্মীরাও তার রোষানল এড়াতে পারতেন না। প্রকাশ্যে অস্ত্রের ভাষায় কথা বলতেন, সভা-সমাবেশে অহংকার করে তুলে ধরতেন নিজের অপকর্ম।
কিন্তু ২০২৪ সালের জুলাই-আগস্টের গণবিক্ষোভ দমনে চালানো হত্যাযজ্ঞের পরে, পরিস্থিতি পাল্টে যেতে শুরু করে। শেখ হাসিনার মতো তিনিও আত্মগোপনে চলে যান। কেউ বলছেন, তিনি বোরখা পরে পালিয়েছেন। কেউ বলছেন, তিনি এখন মধ্যপ্রাচ্যে বিলাসবহুল জীবন কাটাচ্ছেন।
নাম কাঁপানো শামীম ওসমানের পরিবারও এখন ঝড়ের মুখে। সম্প্রতি নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় অবস্থিত ‘বায়তুল আমান’ ভবনে ছাত্র-জনতার বুলডোজার চলেছে। ১৯৩৯ সালে নির্মিত এই ভবনটি ছিল ওসমান পরিবারের এক প্রতীক। কিন্তু সেটিই আজ ধ্বংসস্তূপ।
তবে শুধু এই ভবন নয়, জামতলা এলাকার ডুপ্লেক্স বাড়িটিও জনরোষের শিকার হয়েছে। কেউ কেউ বলছেন, এসব বাড়িতে একসময় গুম-খুন, নির্যাতনের ঘটনা ঘটত। তাই জনতা যেন প্রতিশোধ নিয়েছে—নীরব প্রতিরোধের ভাষায়।
শুধু বাড়ি গুঁড়িয়ে ফেলা নয়—জানা গেছে, পালিয়ে থাকা শামীম ওসমান ও তার পরিবারের কোটি কোটি টাকার সম্পদ এখন বিক্রি হয়ে যাচ্ছে। ইতোমধ্যেই সেলিম ওসমানের দুটি বহুতল ভবন বিক্রির খবরও প্রকাশ্যে এসেছে।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, একজন মাথায় পাগড়ি ও জুব্বা পরা মানুষ মসজিদে নামাজ পড়ছেন—অনেকে বলছেন, সেটি শামীম ওসমান। কেউ বলেন তিনি এখন দুবাইতে, আবার কেউ বলেন দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরগায় অবস্থান করছেন।
এক সময় শামীম ওসমানের নাম শুনেই কেঁপে উঠত নারায়ণগঞ্জবাসী। কিন্তু আজ তাঁর অনুপস্থিতি শহরের মানুষের মাঝে একপ্রকার স্বস্তি এনে দিয়েছে। যেই শহরে এক সময় জামায়াতের আমির গোলাম আজমকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল, খালেদা জিয়ার লংমার্চ ঠেকানো হয়েছিল, সেই শহরে এখন সন্ত্রাসের অভিভাবক নেই।
বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার আশ্রয় ও প্রশ্রয়ে শামীম ওসমান তৈরি হয়েছিলেন এক গডফাদার হিসেবে। আওয়ামী লীগের দাপুটে এই এমপি এতদিন বিচার ও জবাবদিহির ঊর্ধ্বে ছিলেন। এখন তিনি যেখানেই থাকুন না কেন, দেশের মানুষ জানতে চায়—এই ‘খেলা হবে’র হুংকার দেওয়া মানুষটি কোথায় গেলেন?
সূত্র: https://www.youtube.com/watch?v=i7pYUWLa8Oo&ab_channel=EkusheyTelevision-ETV
নুসরাত