
ফাইল ছবি
সরকারের যদি সত্যিকারের সদিচ্ছা থাকে, তবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজন করা সম্ভব। এজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আস্থা ও আলোচনার ভিত্তিতে একটি সমঝোতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে সাইফুল হক এসব কথা বলেন।
তিনি বলেন, যেসব রাজনৈতিক দল রাজপথে সক্রিয় ছিল, তারা কেউই সংস্কারের বিরুদ্ধে নয়। আমরা ৫ আগস্টের পর হঠাৎ করে সংস্কারের কথা বলিনি, বরং অনেক আগে থেকেই এটি বলে আসছি— কেউ কেউ তো তিন বছর আগেই বলছে।
তিনি মনে করেন, সরকারের উচিত এখন দায়িত্বশীল ভূমিকা নেওয়া। প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন, সরকার কোনো কিছু জোর করে চাপিয়ে দেবে না। আমি বহু আগেই বলেছি, যদি সরকার আন্তরিক হতো, তাহলে ‘ঐক্যমত কমিশন’-এর কাজ এক থেকে দেড় মাসের বেশি লাগতো না।
সাইফুল হক আরও বলেন, সব রাজনৈতিক দলের যেসব প্রশ্নে ঐক্যমত রয়েছে, সেসব জায়গায় সরকার ও কমিশন দাঁড়াতে পারে। যদি সদিচ্ছা থাকে, তাহলে নয় মাসের কাজ তিন মাসে, এমনকি তিন মাসের কাজ এক মাসে শেষ করা সম্ভব।
তিনি বলেন , সরকার ইতোমধ্যে দুইটি অন্তর্বর্তী সরকারের মেয়াদ পার করে তৃতীয়টিতে পৌঁছে গেছে। এখন দরকার কেবল রাজনৈতিক সদিচ্ছা। নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে— এখন রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে দ্রুত কাজ শুরু করলেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব।
এসএফ