
ছবি: সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচিত সরকারের অভাবে দেশের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, "দেশ আজ অস্থিতিশীল অবস্থায় রয়েছে। ব্যবসায়ীরাও বিভিন্ন রকমের অসুবিধায় রয়েছে।" তিনি মঙ্গলবার ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ পুনঃনির্মাণ কাজের উদ্বোধনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ব্যবসায়ীদের এমন অবস্থায় মসজিদ পুনঃনির্মাণের জন্য অর্থ সংগ্রহ করা একটি কঠিন চ্যালেঞ্জ হবে। তবুও তিনি বিশ্বাস করেন, আল্লাহর ঘরের কাজ, তার সাহায্যেই এই কাজ শেষ করা সম্ভব হবে।
তিনি বলেন, "এই মসজিদের সঙ্গে আমার শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। যখন আমি ঠাকুরগাঁও হাই স্কুলে পড়তাম, তখন আমরা ছাত্ররা লাইন ধরে এসে এই মসজিদের নির্মাণ কাজে অংশ নিয়েছিলাম, ইট বহন করেছি, বস্তা তৈরি করেছি। সেই স্মৃতি এখনো মনে আছে। আজকে এই কাজের দায়িত্ব আমাকে দেয়া হয়েছে। যদিও আমি মনে করি, একজন বিশিষ্ট আলেমকে দিয়ে এই উদ্বোধন করানোই উপযুক্ত হতো। তবুও আপনারা আমাকে এই দায়িত্ব দিয়েছেন, এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়।"
তিনি আরও বলেন, "গণতান্ত্রিক শক্তিগুলোর নেতিবাচক আলোচনার কারণে ফ্যাসিবাদের দোসররা নতুন করে মাথা উঁচু করছে। জাতির সামনে যে সংকট রয়েছে তা সমাধানের একমাত্র পন্থা হচ্ছে ধৈর্য। বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বিএনপিকে ধ্বংস করার জন্য সব সময় ষড়যন্ত্র করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। এই আওয়ামী লীগ প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে প্রায় ৭০০ মানুষকে গুম করেছে। এরা হাজার হাজার মানুষকে গুম করে ও খুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছে, একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছে।"
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "আমরা সংস্কার চাই, আমরা সংস্কার বেশি চাই। কিন্তু আমরা এটাও চাই, দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতায় থাকা উচিত নয়।"
শিহাব