ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

চাকরির পোস্টিংসহ বিভিন্ন ক্ষেত্রে আমরা তদবির অ্যাভয়েড করেছি, শতভাগ হয়তো পারিনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ১৭:৪৪, ২২ এপ্রিল ২০২৫; আপডেট: ১৭:৪৫, ২২ এপ্রিল ২০২৫

চাকরির পোস্টিংসহ বিভিন্ন ক্ষেত্রে আমরা তদবির অ্যাভয়েড করেছি, শতভাগ হয়তো পারিনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে ‘মব জাস্টিস’ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, “মব জাস্টিস আর অনুমোদন করা যাবে না। অনেক হয়েছে। কারও কোনো অভিযোগ থাকলে তাকে আইনের আশ্রয় নিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক উন্নত।”

মঙ্গলবার দুপুর সাড়ে তিনটায় যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সশস্ত্র বাহিনী ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “গণ-অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানায় থেকে যেসব অস্ত্র লুট হয়েছিল, সেগুলোর সব এখনো উদ্ধার করা যায়নি। যত দ্রুত সম্ভব, এসব অস্ত্র উদ্ধার করতে হবে।”

জামিনে দাগি সন্ত্রাসীদের মুক্তি পাওয়া নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, “অনেক বড় বড় সন্ত্রাসী জামিনে মুক্তি পেয়ে যাচ্ছে। আমাদের আরও সতর্ক হতে হবে। তবে জামিনের বিষয়টি আদালতের এখতিয়ার। বিচারকেরাই বিষয়টি বিবেচনা করে জামিন দেন।” এ সময় তিনি আদালতের সরকারি কৌঁসুলিদের (পিপি) বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান।

সরকারি আমলাদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা অরাজনৈতিক সরকার। আমাদের কাছ থেকে আপনারা বেশি সুবিধা নিতে পারেন। চাকরির পোস্টিংসহ বিভিন্ন ক্ষেত্রে আমরা অনুরোধ-তদবির অ্যাভয়েড (এড়াতে) করতে পারি। শতভাগ হয়তো পারিনি। তবে যতটা সম্ভব, আমরা অনুরোধ না রাখার চেষ্টা করছি। থানার ওসি যেন ঘুষ না খায়, সেটা আপনারা দেখবেন।’

আত্মীয়-স্বজনের মাধ্যমে প্রভাব খাটানো বন্ধে তিনি বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার পর আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব বেড়ে গেছে। কেউ আত্মীয় পরিচয়ে সুবিধা নিতে চাইলে প্রথমবার চা খাইয়ে বিদায় দিন, দ্বিতীয়বার পুলিশে দিন। যদি কোনো অনুরোধ থাকে, আমি নিজেই ফোন করব।” 

মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “মাদক এখন দেশের সবচেয়ে বড় সমস্যা। ১৫ হাজার বোতল ফেনসিডিল ছেড়ে দিয়ে ৫০০ বোতল উদ্ধারের নাটক আর চলবে না। এটা বন্ধ করতে হবে।” 

মতবিনিময় সভায় যশোরের জেলা প্রশাসক মো. আজহারুল ইসলামসহ সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

আসিফ

×