ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

এনসিপির বক্তব্য একটাই,যে করেই হোক নির্বাচন পেছাবে এবং ক্ষমতায় থাকবে:হেলেন জেরিন খান

প্রকাশিত: ১৪:২৩, ২২ এপ্রিল ২০২৫; আপডেট: ১৪:২৪, ২২ এপ্রিল ২০২৫

এনসিপির বক্তব্য একটাই,যে করেই হোক নির্বাচন পেছাবে এবং ক্ষমতায় থাকবে:হেলেন জেরিন খান

এনসিপির বক্তব্য একটাই, ওরা যে করেই হোক নির্বাচনটাকে পেছাবে এবং ক্ষমতায় থাকবে।মাত্র ৩৬ দিনের আন্দোলনে নাহিদ ইসলাম, সারজিস, হাসনাত কিংবা আরো যারা আছে, এরা ৬ জন যে ডিবিতে গিয়েছিলো, যেয়ে আপোষ করে ফেলেছে।তারপর আন্দোলনটাকে যে কিভাবে চালিয়ে রাখতে হয়েছে এটা আমাদের এক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান আর বিএনপির যারা কাজ করেছে তারা জানে, বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান।

সম্প্রতি এক টেলিভিশন টকশোতে হেলেন জেরিন খান এসব কথা বলেন।

তরুণ রাজনৈতিক দল এনসিপি বলছে সংস্কারের আগে নির্বাচন হলে সংস্কার বাধাগ্রস্ত হবে। এ বিষয়ে জেরিন খান কি ভাবছেন।উপস্থাপকের এই প্রশ্নে তিনি বলেন, এনসিপির বক্তব্য একটাই, ওরা যে করেই হোক নির্বাচনটাকে পেছাবে এবং ওরা ক্ষমতায় থাকবে।

তিনি আরো বলেন, মাত্র ৩৬ দিনের আন্দোলনে নাহিদ ইসলাম, সারজিস, হাসনাত কিংবা আরো যারা আছে, এরা ৬ জন যে ডিবিতে গিয়েছিলো, যেয়ে আপোষ করে ফেলসে।

তিনি বলেন, অথচ বিএনপি কত নেতার ফাঁসির নির্দেশ হয়েছিল, কিন্তু তারা দলের সাথে কোন কম্প্রোমাইজ করেনি, জাতির সাথে গণতন্ত্রের প্রশ্নে কোন কম্প্রোমাইজ করেনি। ফাঁসির কাষ্ঠে ঝুঁলবে কিন্তু কোন কম্প্রোমাইজ করবে না।

তিনি বলেন, আন্দোলনের মাঝখানে নাহিদ, হাসনাত যখন কম্প্রোমাইজ করে ফেললো তারপর আন্দোলনটাকে যে কিভাবে চালিয়ে রাখতে হয়েছে এটা আমাদের এক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান আর বিএনপির যারা বিভিন্ন জায়গায় কাজ করেছে তারা একমাত্র জানে।

সংস্কার এবং বিচার একসাথে হলে এটা থেমে যাবে এমন আশঙ্কা বিএনপি কেনো করছে?

এ প্রশ্নে হেলেন জেরিন খান বলেন, সংস্কার একটা গালিতে পরিণত হয়েছিলো। ওয়ান ইলেভেনে বারবার করে বলা হত সংস্কার সংস্কার। তারপর সেই সংস্কারের রূপ তো আমরা দেখলাম।

তিনি বলেন, সংস্কারের কথা বলে মঈন-ফখরুদ্দিনরা রাক্ষস সরকার নিয়ে এসেছিল, বাংলাদেশের মানুষের উপরে রাক্ষস এর মত নির্যাতন করলো। নির্বাচনকে নির্বাসনে পাঠালো এবং জোর করে ক্ষমতায় থাকলো। এজন্য যখন সংস্কারের কথা বলে তখন আর কেউ না এদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি তো জানে সংস্কারের নামে কি করতে যাচ্ছে।

সংস্কারের কথা বলে বিএনপিকে ভাঙার চেষ্টা করা হয়েছিল দুই টুকরা করা হয়েছিল। বিএনপি র নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে পাঠানো হয়েছিল। এক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে তো মেরেই ফেলতো। আল্লাহ শুধু বাঁচিয়ে রেখেছেন জাতির সেবা করার জন্য।

জেরিন খান বলেন, বিএনপি একটি বহুদলীয় গণতান্ত্রিক পার্টি। অন্য কোন দল নিষিদ্ধ হোক বিএনপি সেটা চায় না। কিন্তু দল হিসেবে যদি অপরাধী হয়, সেটা ভিন্ন কথা।

তিনি বলেন, এটা দিনের আলোর মত স্পষ্ট যে, ২০১৪, ২০১৮, ২০১৪ সালের নির্বাচনে আওয়ামীলীগ যে ঘটনা গুলো ঘটিয়েছে, কে নিয়ে যে তামাশা করেছে বা নির্বাচনকে যে একটি নিকৃষ্টতমভাবে উপস্থাপন করা যায় জাতির সামনে বিশ্বের সামনে, সেটা হিটলার, মুসোলিনিকেও হার মানিয়েছে।

তারপর আওয়ামীলীগ গত ১৭ বছর বিএনপিকে যেভাবে অত্যাচার, নির্যাতন করেছে, হাজার নেতা কর্মীকে গুম করেছে, খুন করেছে, আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী বাড়িছাড়া হয়েছে, এক কোটির উপরে নেতাকর্মী মামলার শিকার হয়েছে।

তিনি আরো বলেন, গত জুলাই আগস্ট এর ৩৬ দিনে যে গণহত্যা করেছে সবকিছু মিলিয়ে আমরা আশা করছি বিচারের মুখোমুখি করা হবে।

 

 


সূত্র:https://tinyurl.com/yc8p9h2r

আফরোজা

×