
গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত কি না এই ইস্যুতে সরগরম দেশের রাজনীতি। রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র বিতর্ক, পাল্টাপাল্টি বক্তব্য। এমন প্রেক্ষাপটে এক টেলিভিশন টকশোতে সরকার ও উপদেষ্টাদের অবস্থান নিয়ে মুখ খুললেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন ‘এইভাবে নিষিদ্ধ করাটা সম্ভব না।’
এদিকে দেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো হঠাৎ হঠাৎ ঝটিকা মিছিল করছে। এসব মিছিল ও কার্যক্রমকে ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধছে।
সাংবাদিক মাসুদ কামাল বলেন, “না, এটা আসলে সরকারই সিদ্ধান্ত নেবে। তবে এখনো নিষিদ্ধ হয়নি। নিষিদ্ধ হওয়ার কোনো প্রক্রিয়াও শুরু হয়েছে তেমনটা আমি জানি না।”
তিনি বলেন, “আমার কাছে সবচেয়ে অবাক লাগে, সরকারের যেসব দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে বলেছেন, যারা আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মিছিল করছে, তাদের ধরতে হবে। এমনকি ধরতে না পারলে পুলিশের উপর ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন।”
মাসুদ কামাল মন্তব্য করেন, “স্বরাষ্ট্র উপদেষ্টা দুদিন আগে বলেছেন, ছাত্রলীগের ঝটিকা মিছিলকারীদের ধরতে হবে। এ বক্তব্য বেআইনি। একজন উপদেষ্টা হিসেবে, স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবেও তিনি এমন আদেশ দিতে পারেন না।”
তিনি বলেন, “পুলিশ যদি জিজ্ঞেস করে, ‘ধরবো কোন আইনে?’—তাহলে তো বলতে হবে, আইন কোথায়? যদি আইন না থাকে, তাহলে তো এটা বেআইনি আদেশ।”
মাসুদ কামালের ভাষ্য, “ যদি ছাত্রলীগ নিষিদ্ধ হতো, তবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে না দেওয়া আইনসম্মত হতো। কিন্তু যদি এখনো নিষিদ্ধ না হয়, তাহলে তাদের কর্মকাণ্ড বন্ধ করা কি করে যুক্তিসঙ্গত হবে?”
তিনি প্রশ্ন তোলেন, “যাকে আপনি নিষিদ্ধ করতে পারেন নাই, তাকে আপনি রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেবেন না—এটা আপনি কি করে বলেন?”
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এদেশে কোন আইন অনুযায়ী কিছু হয় না। উপদেষ্টারা বলেন, আইন ছাড়াই কথা বলেন, অথচ কেউ প্রতিবাদ করে না। উপদেষ্টা পরিষদেও এ নিয়ে কোনো আলোচনা হয় না। এক অদ্ভুত অবস্থা তৈরি করা হয়েছে—না তারা নিজেরা কিছু করছে, না অন্যদের করতে দিচ্ছে।”
মাসুদ কামাল সতর্ক করে বলেন, “এইভাবে চলতে থাকলে রাস্তায় সহিংসতা হবে। যদি আওয়ামী লীগ একটি মিছিল করে এবং সেখানে জনতা দুইজনকে পিটিয়ে মেরে ফেলে, তাহলে কী হবে? কোনো মামলা হবে না, কারণ ‘ওরা তো করতে বলেছে’।
মাসুদ কামাল বলেন, “উপদেষ্টারা নয় মাসে কিছুই করেননি। এখন হঠাৎ এসে নিষিদ্ধ করার কথা বলছেন,এটা আমি বুঝতে পারি না। আসলে এইভাবে নিষিদ্ধ করাটা আমি মনে করি সম্ভব না। এটা আমার ব্যক্তিগত বিবেচনা।”
সূত্র:https://tinyurl.com/32n5cnm2
আফরোজা