ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

জামায়াত নিয়ে যা বললেন বিএনপি নেতা হারুন

প্রকাশিত: ১২:৫৫, ২২ এপ্রিল ২০২৫

জামায়াত নিয়ে যা বললেন  বিএনপি নেতা হারুন

ছবি : সংগৃহীত

রাজশাহীতে এক  দলীয় সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সাবেক সংসদ সদস্য হারুন অর রশিদ বলেন, জামায়াতে ইসলামীর অতীত ভূমিকা ভুলে গিয়ে আজ বিএনপিকে নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। তিনি বলেন, “জামায়াত ইসলামী আজ যেসব কথা বলছে, গত ৫০ বছর ধরে তারা বিএনপির সঙ্গেই রাজনীতি করেছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করার পর জামায়াত ইসলামী রাজনীতির বৈধতা পায়।”

 

 

তিনি আরো বলেন, “তারা কখনও বিএনপির সঙ্গে জোটে ছিল, কখনও বিরোধী আন্দোলনে একসঙ্গে মাঠে নেমেছে। নির্বাচনে অংশ নিয়েছে, কিন্তু বিএনপি থেকে আলাদা হলে তাদের অবস্থান কোথায় গেছে, সেটা সবাই জানে। এককভাবে নির্বাচন করে ২-৩ টার বেশি আসন তারা পায়নি। অথচ এখন তারা নানা কথা বলছে।”

হারুন অর রশিদ বলেন, “বিগত ১৫-১৬ বছর ধরে আমরা শেখ হাসিনার দমন-পীড়নের বিরুদ্ধে লড়াই করেছি। মামলা খেয়েছি, বাড়ি ছাড়া হয়েছি, তবুও সংগ্রাম চালিয়ে গেছি। আজকে যারা কথার ফুলঝুরি দিচ্ছেন, তারা কি এই লড়াইয়ে ছিল? বিএনপিকে বাইরে রাখার চক্রান্ত এখনো চলছে।”

 

 

তিনি অভিযোগ করে বলেন, “শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীন নীতি ধ্বংস করে দেশকে ভারতের দাসত্বে পরিণত করেছেন। আজ ভারতের হস্তক্ষেপ দেশের প্রতিটি ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে। এর বিরুদ্ধে জাতীয় ঐক্যের বিকল্প নেই।”

তিনি সকল বিএনপি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দলাদলি করবেন না, হানাহানি বন্ধ করুন। ধৈর্য ধরুন। আমাদের মধ্যে সংকট আছে, কিন্তু আমরা তা কাটিয়ে উঠব ইনশাআল্লাহ। তারেক রহমান সঠিক নেতৃত্ব দেবেন। যোগ্যদের দিয়ে নির্বাচিত প্রতিনিধি তৈরি করা হবে।”

 

 

তিনি বলেন, “রাজশাহীর প্রতিটি আসন বিএনপিকে জেতাতে হবে। শুধু এমপি হওয়া নয়, সংখ্যাগরিষ্ঠতা এনে সরকার গঠন করতে হবে। আওয়ামী লীগের মতো পালিয়ে গিয়ে দেশ চালানো যাবে না।”

শেষে তিনি বলেন, “আজ শেখ হাসিনা ও তার পরিবারের সম্পদের পরিমাণ মানুষের চিন্তার বাইরে। কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা- সবখানে তাদের বাড়ি। আর আমাদের নেত্রী-খালেদা জিয়া ও তারেক রহমান, দেশেই আছেন, দেশের জন্য লড়াই করছেন। আমাদের লক্ষ্য, জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।”

 

সূত্র:https://youtu.be/o1Odyiychh0?si=GBZTT9salgjG76BG

আঁখি

×