ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

নির্বাচনের পাশাপাশি গোটা ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার চাই: সাইফুল হক

প্রকাশিত: ০৮:৩৭, ২২ এপ্রিল ২০২৫; আপডেট: ০৯:২২, ২২ এপ্রিল ২০২৫

নির্বাচনের পাশাপাশি গোটা ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার চাই: সাইফুল হক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, নির্বাচনের পাশাপাশি আমরা গোটা ব্যবস্থার একটা গণতান্ত্রিক সংস্কার চাই। রাজনৈতিক দলগুলো সংস্কারের পক্ষে।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশো অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাইফুল হক আরও বলেন, ‘পুরনো ফ্যাসিবাদী জমানা কেউ ফিরিয়ে আনতে চান না। সেজন্য বলেছি যে আমরা নির্বাচন চাই। কিন্তু একই সাথে এখন একটা রাজনৈতিক মেরুকরণ গড়ে তুলবার জন্যই আলোচনা হচ্ছে।’

৫ আগস্টের ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের পরে সাম্প্রতিক মাসগুলোতে রাজনীতির প্রধান কেন্দ্রই আগামী জাতীয় নির্বাচন বলে জানান সাইফুল হক। তিনি বলেন, ‘মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, নিজের পছন্দের দল বা প্রার্থীকে মানুষ ভোট দেবে, নতুন সরকার দায়িত্ব পালন করবে।’

এছাড়া, নির্বাচনের পাশাপাশি গোটা ব্যবস্থার একটা গণতান্ত্রিক সংস্কার চান উল্লেখ করে তিনি বলেন, ‘রাষ্ট্র, সরকার, সংবিধান, গোটা প্রশাসন ব্যবস্থা, যে ব্যবস্থা একটা দল, একটা ব্যক্তিকে চূড়ান্ত কর্তৃত্ববাদী একজন শাসকে পরিণত করে, তার উৎসমূলে আমরা হাত দিতে চাই।’

 

সূত্র: https://www.youtube.com/watch?v=d4dPsQCg2Uo

রাকিব

×