
ছবিঃ সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সন্ধ্যায় এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে এই সাময়িক অব্যাহতির বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ রয়েছে।
অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের জন্য তানভীরকে আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে যথাযথ ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সেই সঙ্গে তাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে কি না—সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশও প্রদান করা হয়েছে।
ইমরান