
ছবি: সংগৃহীত
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশো অনুষ্ঠানে বিএনপি নেতা শেখ রবিউল আলম বলেছেন, ডিসেম্বরের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন করা সম্ভব। সংস্কারের সব বিষয়ে তো আর একমত হওয়া যাবে না।
টকশো অনুষ্ঠানে উপস্থাপক বলেন, সংস্কার প্রক্রিয়ায় কিছু বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতপার্থক্য, তা মীমাংসা হতে হয়তো আরও সময় লাগতে পারে। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের পক্ষে এ বছরের মধ্যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব নাও পারে।
উপস্থাপকের এমন বক্তব্যের জবাবে শেখ রবিউল আলম বলেন, অধিকাংশ রাজনৈতিক দল যে সংস্কারগুলো চায়, ডিসেম্বরের মধ্যে সেগুলোতে একমত হয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন করা যায়। আবার কিছু সংস্কার আছে, যার জন্য পার্লামেন্ট দরকার। জাতীয় নির্বাচনের পর হয়তো ঐক্যমতের ভিত্তিতে অথবা মেজরিটির ভিত্তিতে সেগুলো সংশোধন করা যাবে।
মৌলিক এবং প্রয়োজনীয় সংস্কারের ক্ষেত্রে খুব বেশি দ্বিমত হচ্ছে না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আমার মনে হয়, সব রাজনৈতিক দল কাছাকাছি জায়গায় এসেছে।’
রাকিব