
ছবিঃ সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংস্কার সমন্বয় কমিটির কো-অর্ডিনেটর সারোয়ার তুষার বলেছেন,“সংবিধান নিয়ে আমাদের আলাপ করতে হবে। যারা বলবে, ‘তুমি কী বোঝো সংবিধান’, তাদের বলবেন—গেট লস্ট! কারণ সংবিধান হচ্ছে জনগণের ইচ্ছা ও অভিপ্রায়ের দলিল। আমাদের বলা হয়েছে, আমরা নাকি গণপরিষদ নির্বাচন বুঝি না। সংবিধান যদি পরিবর্তন করতে হয়, তাহলে গণপরিষদ লাগবে—এটা সবাই বোঝে, শুধু আপনারা বোঝেন না। সংবিধান সংশোধন করতে হলে আপনাকে অবশ্যই গণভোট নিতে হবে। যারা গণভোটের বিরোধিতা করছে, তাদের আপনারা প্রত্যাখ্যান করুন।”
সোমবার (২১ এপ্রিল) চট্টগ্রাম প্রেস ক্লাবের 'জুলাই বিপ্লব স্মৃতি মিলনায়তনে' আয়োজিত ‘রাজনীতি ও নাগরিক হিসেবে নারী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “যারা আমাদেরকে জ্ঞান দিচ্ছেন—এরা তথাকথিত বর্ষীয়ান রাজনীতিবিদ। আপনারা যারা গণপরিষদ বুঝেন না, তার মূল কারণ হলো, সংবিধান পরিবর্তন হলে আপনাদের খেলা খতম হয়ে যাবে। বাস্তবতা হচ্ছে—আপনারা বাংলাদেশে এক্সপায়ার্ড হয়ে গেছেন। এটা দ্রুত মেনে নিন। কারণ, এই তথাকথিত বর্ষীয়ান রাজনীতিবিদদের দিয়ে আর চলবে না। নতুন সময়ের জন্য দরকার নতুন ধরনের রাজনীতি।”
সূত্রঃ https://www.facebook.com/watch/?v=1384655812670047&rdid=Ap05jkyR4nBq9BSP
ইমরান