
ছবি: সংগৃহীত
৫ই আগস্ট পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নীতি ও নৈতিকতার চর্চা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল সভাপতির সদ্য ঘটে যাওয়া একটি ঘটনার প্রেক্ষিতে এমন মন্তব্য করেন।
স্ট্যাটাসে হাসনাত লেখেন, “আমরা নীতি-নৈতিকতার চর্চা দেখতে চেয়েছি, সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলে নিজের ইচ্ছা বা অনিচ্ছাকৃত ভুল অকপটে স্বীকার করার পরিসর দেখতে চেয়েছি।”
তিনি উল্লেখ করেন, “জুলাই বিপ্লবকে ‘তথাকথিত’ বলে আখ্যায়িত করার পর ঢাবি ছাত্রদল সভাপতি দুঃখপ্রকাশ করেছেন, কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে নিজের ভুলকে প্রতিষ্ঠিত করার বদলে তা বিনা দ্বিধায় স্বীকার করে নিয়েছেন। ঢাবি ছাত্রদল সভাপতির এই মন-মানসিকতাকে আমরা শ্রদ্ধা করি এবং স্বাগত জানাই।”
তবে একই সঙ্গে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “বাংলাদেশে জুলাই-আগস্ট বিপ্লব হয়ে যাওয়ার এত মাস পরেও এখনো পর্যন্ত সে বিপ্লব নিয়ে নেই কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা সাংবিধানিক স্বীকৃতি। লক্ষ কোটি সাধারণ জনতার সংগ্রামকে অব্যাহতভাবে অবজ্ঞা কিংবা তাচ্ছিল্য করা হচ্ছে।”
আসিফ