ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনে যেতে চায় ইসলামী আন্দোলন: গাজী আতাউর

প্রকাশিত: ০১:১৮, ২২ এপ্রিল ২০২৫; আপডেট: ০১:১৯, ২২ এপ্রিল ২০২৫

প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনে যেতে চায় ইসলামী আন্দোলন: গাজী আতাউর

ফাইল ছবি

প্রয়োজনীয় সংস্কার শেষ করে তারপরই নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, নভেম্বর বা ডিসেম্বরেও নির্বাচন হলে আমাদের আপত্তি নেই, তবে তার আগে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেন, বিগত ৫৩ বছরে বাংলাদেশ যেভাবে চলেছে, আমরা আর সেভাবে চলতে চাই না। জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, সেই লক্ষ্যেই আমাদের অগ্রযাত্রা।


তিনি বলেন, যে নির্বাচন ব্যবস্থা অতীতে ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতায় এনেছে, সেই নির্বাচন ব্যবস্থারই আমূল সংস্কার দরকার। শুধু নির্বাচন কমিশন নয়—জনপ্রশাসন ও বিচার বিভাগকেও নিরপেক্ষ ও জনগণের কাছে দায়বদ্ধ করতে হবে।

গাজী আতাউর রহমান অভিযোগ করে বলেন, স্বাধীনতার পর থেকে বিচার বিভাগ কখনোই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। অধিকাংশ ক্ষেত্রে যেই সরকার ক্ষমতায় এসেছে, রায় গেছে তার পক্ষেই। ফলে জনগণ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে।


ইসলামী আন্দোলনের এই নেতা জানান, বর্তমান সরকার একটি প্রস্তাবনা দিয়েছে এবং কিছু সংস্কারের কাজ ইতোমধ্যে শুরু করেছে। তিনি বলেন, সম্ভবত এজন্যই ডিসেম্বর থেকে জুনের মধ্যে সংস্কার শেষ করে একটি নির্বাচন আয়োজনের কথা ভাবা হচ্ছে। আমরা চাই, সেই নির্বাচন যেন হয় সবার কাছে গ্রহণযোগ্য ও স্বচ্ছ হয়।

এসএফ 

×