ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সাংবাদিকদের ব্রিফিংয়ে নজরুল ইসলাম

ডিসেম্বরে নির্বাচন ধরেই রোডম্যাপ চায় বিএনপি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০০:৩৯, ২২ এপ্রিল ২০২৫

ডিসেম্বরে নির্বাচন ধরেই রোডম্যাপ চায় বিএনপি

নজরুল ইসলাম

ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে বিএনপির সঙ্গে একমত হয়েছে লেবার পার্টি ও সমমনা জোট। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ডিসেম্বর ধরেই নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি। শনিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
নজরুল ইসলাম খান বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি ও সরকারের চাওয়ার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। সরকার তো বলেনি ডিসেম্বরে নির্বাচন হবে না। এ জন্য আমরা বলেছি ডিসেম্বরের একটা তারিখ ধরে রোডম্যাপ ঘোষণা করা হোক। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের বেশি অপেক্ষা করার কারণ আমরা দেখি না।  এ ব্যাপারে যদি কেউ ভিন্নমত পোষণ করে তা হলে তাদের যুক্তি দিয়ে বলতে হবে, কেন এর বেশি সময় দরকার। 
নজরুল ইসলাম বলেন, সরকার বলেছে, ডিসেম্বর থেকে জুন। তার মানে কি? তা হলে ডিসেম্বরে নির্বাচন হতে পারে। আমরা বলেছি, ডিসেম্বরে নির্বাচন হবে এটাকে ধরে একটা রোডম্যাপ ঘোষণা করা হোক। সরকার বলছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার মানে তারা তো বলেনি, যে ডিসেম্বর নির্বাচন হবে না। কিন্তু আমরা বলছি, ডিসেম্বরে নির্বাচন হবে এ রকম একটা তারিখ ধরে রোডম্যাপ ঘোষণা করা হোক। পার্থক্য তো খুব বেশি না। সরকারের কথা অনুযায়ী নির্বাচন ডিসেম্বরেও হতে পারে, জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতেও হতে পারে। কাজেই আমাদের সঙ্গে সরকারের পার্থক্য তো বহু মাসের না। 
এক প্রশ্নের জবাবে নজরুল খান বলেন, যারা ডিসেম্বরে নির্বাচন চায় না তাদেরই উত্তর দিতে হবে বছরের শেষে ভোটগ্রহণে অসুবিধা কোথায়? তবে বিএনপি এ সময়ে ভোট আয়োজনে কোনো বাধা দেখছে না। এ সময় পাল্টা প্রশ্ন রেখে নজরুল ইসলাম বলেন, চলতি বছরের মাঝামাঝি জাতীয় ঐকমত্য কমিশন তাদের দায়িত্ব পূর্ণ করতে যাচ্ছেন, তা হলে ডিসেম্বরে নির্বাচনে বাধা কোথায়?
আরেক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, সংস্কার প্রস্তাব নিয়ে এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। আরও এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, প্রশাসনে বিএনপির লোকজন বসে আছে- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এমন মন্তব্য ভিত্তিহীন।যারা এ ধরনের অভিযোগ করছেন তারা সরকারের উপদেষ্টা ছিলেন, তারাই বিএনপির লোক বসিয়ে এসেছেন কি না? বরং বিএনপিকে বঞ্চিত করা হয়েছে বলে আমরা মনে করছি।
বৈঠক শেষে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান বলেন, অন্তর্বর্তী সরকার একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবেনÑ এটাই প্রত্যাশা করছি। আশা করছি আমাদের প্রত্যাশা পূরণ হবে।
বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা যায়। এ ছাড়া সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হয়েছে তা সমমনা দল হিসেবে লেবার পার্টিকে অবহিত করা হয়। 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজোঁ কমিটির প্রধান নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান উপস্থিত ছিলেন। আর লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে দলটির ৭ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন। 
পরে সন্ধ্যা ৭টায় জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক করে বিএনপি। এতে এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে এ জোটের ১৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। এর আগে লেবার পার্টির সঙ্গে জাতীয় নির্বাচনসহ যেসব বিষয়ে আলোচনা হয় সমমনা জোটের সঙ্গেও অনুরূপ আলোচনা হয় বলে জানা যায়। 
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে শনিবার ১২ দলীয় জোট ও এলডিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ যাত্রায় সমমনা রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠক শুরু করে বিএনপি। পরদিন রবিবার বাম দলের নেতাদের সঙ্গে বৈঠক করে দলটি।

×