
ফাইল ছবি
বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি এখনও টাকা নির্ভর ও ক্ষমতা নির্ভর বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
আজ সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে যে পুরোনো সংবিধান চালু রয়েছে, সেটা কোনোভাবেই জনবান্ধব নয়। নারীবান্ধব তো নয়ই। এই সংবিধানকে পরিবর্তন করতে হলে আমাদের গণপরিষদ নির্বাচনের দিকে যেতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের তরুণরা যে তারুণ্যনির্ভর রাজনীতি এনেছে, আমরা ২৪-এর গণভ্যুথানের পর মেধানির্ভর ও যোগ্যতাভিত্তিক রাজনীতি নিয়ে এসে পট পরিবর্তন করেছি। আমরা আর পুরোনো ধারার রাজনীতি চাই না। এর মাধ্যমে বাংলাদেশের নারীরা নতুন সুযোগ পাবে, কমফোর্ট জোনে থেকে রাজনীতিতে কাজ করতে পারবে—সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি।
এনসিপি নারী সেল চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত ওই আলোচনা সভায় সামান্তা ৩১ দফার প্রসঙ্গ টেনে বলেন, ৩১ দফায় অনেক কিছু বলা হয়েছে—ডে–কেয়ারের কথা বলা হয়েছে, নারীর ক্ষমতায়ন নিয়ে অনেক পরিকল্পনার কথা বলা হয়েছে। কিন্তু তারা সুকৌশলে একটি বিষয় এড়িয়ে যাচ্ছে। সেটা হলো, জাতীয় সংসদের সংরক্ষিত আসনগুলোতে যেন প্রত্যক্ষ ভোট হয়।
সামান্তা বলেন, নারীদের দায়িত্বশীলতার জায়গায় নিয়ে আসার জন্য আমাদের একটি প্রধান দাবি—প্রত্যক্ষ ভোট। ১০০ আসনে নারীরা নারীদের সঙ্গে প্রতিযোগিতা করবেন। এই প্রতিযোগিতার মধ্য দিয়েই নারী নেতৃত্ব উঠে আসবে।
এসএফ