ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে লন্ডনে জামায়াত আমির: শফিকুল ইসলাম

প্রকাশিত: ২১:৩১, ২১ এপ্রিল ২০২৫

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে লন্ডনে জামায়াত আমির: শফিকুল ইসলাম

ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে গেছেন। এ সাক্ষাৎকে মানবিক ও সৌজন্য সাক্ষাৎ বলেই দেখছেন বলে জানিয়েছেন জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, জামায়াত আমীরের লন্ডন সফরের মূল উদ্দেশ্য ছিল খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেওয়া এবং একটি দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে সৌজন্য সাক্ষাৎ। যদিও এর আগেই দেখা হওয়ার কথা ছিল, কিন্তু কিছু সঙ্গত কারণে তা সম্ভব হয়নি।

তিনি জানান, আমরা একসাথে রাজপথে সংগ্রাম করেছি, ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়েছি, যুগপৎ আন্দোলন করেছি। তাই এমন একটি মানবিক মুহূর্তে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমীরের সৌজন্যমূলক সাক্ষাৎকে স্বাভাবিক বলেই মনে করি।

তারা আরও বলেন, চায়ের দোকানে যখন ৫-৬ জন একসাথে বসে, তখনও রাজনীতি নিয়ে আলোচনা হয়। সেক্ষেত্রে রাজনৈতিক সহকর্মীদের মাঝে খোলামেলা কিছু আলাপ হওয়াটা অস্বাভাবিক নয়।

এসএফ

×