
আওয়ামী লীগের বিচার, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, দলে সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে রাজধানীর মোহাম্মদপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২১ এপ্রিল) বিকেলে এনসিপির বৃহত্তর মোহাম্মদপুর জোনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মোহাম্মদপুর টাউন হলের শহীদ পার্ক মসজিদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিয়া মসজিদের সামনে টোকিও স্কয়ারে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা “দালালি না রাজপথ, রাজপথ রাজপথ” ও “আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম”সহ নানা স্লোগানে রাজপথ মুখরিত করে তোলে।
মিছিল শুরুর আগে শহীদ পার্ক মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয় একটি সংক্ষিপ্ত সমাবেশ, যেখানে বক্তব্য রাখেন এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ।
সমাবেশে এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির বলেন, “যে বাংলাদেশে ছাত্র-জনতা আছে, সেখানে ভারতের আরএসএস ও জঙ্গিবাদের দোসর আওয়ামী লীগের জায়গা হবে না। আমরা বিশ্বাস করি, আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠন। বর্তমান সরকার যদি তাদের নিষিদ্ধ না করে পুনর্বাসন করতে চায়, তাহলে এনসিপি সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।”
যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন বলেন, “মোহাম্মদপুরে ২০-৩০ জন শহীদ হয়েছেন, কিন্তু আজও তাদের কোনো গেজেট প্রকাশ হয়নি, হত্যাকারীরাও রয়েছে ধরাছোঁয়ার বাইরে। আওয়ামী লীগকে গ্রেপ্তার করতে নতুন কোনো আইন দরকার নেই, তাদের নামে মামলা থাকলেও কোনো কার্যকর পদক্ষেপ নেই। মোহাম্মদপুরের ছাত্র-জনতা যারা সন্ত্রাসী চাঁদাবাজদের প্রতিহত করেছে, তারাই আগামী দিনে এই অপরাধীদের বিচার নিশ্চিত করবে।”
এনসিপির কেন্দ্রীয় সংগঠক ইমরান ইমন বলেন, “আওয়ামী লীগের দোসররা এখনো রাজপথে আসার সাহস দেখাচ্ছে, কিন্তু আমরা তাদের স্পষ্ট জানিয়ে দিচ্ছি—শহীদদের রক্ত শুকায়নি, আর এ গণহত্যাকারীরা রাজপথে আস্ফালন করছে। আওয়ামী লীগের কোনো রাজনৈতিক অধিকার নেই, তারা গণতন্ত্রকে হত্যা করেছে।”
সমাবেশ ও মিছিলে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন, যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন সিফাত, কেন্দ্রীয় সদস্য মনজুর আল হাবিব, শহীদ সৈকতের বাবা মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান জোহান, এবং কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।
এম.কে.