ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সরকারি দফতরে আর ছাত্র প্রতিনিধি দেখতে চাই না, হুঁশিয়ারি ছাত্রদল নেতার

প্রকাশিত: ২০:২৯, ২১ এপ্রিল ২০২৫

সরকারি দফতরে আর ছাত্র প্রতিনিধি দেখতে চাই না, হুঁশিয়ারি ছাত্রদল নেতার

ছবি সংগৃহীত

জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, "বাংলাদেশের কোনো সরকারি দপ্তরে আমরা অনির্বাচিত ছাত্রপ্রতিনিধি দেখতে চাই না। তাদের সবাইকে অতি দ্রুত পদত্যাগ করতে হবে। অন্যথায় ছাত্রসমাজ এই বৈষম্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বাধ্য হবে।"

রোববার (২১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি অভিযোগ করেন, "সাধারণ শিক্ষার্থীদের বেশে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বৈষম্যবিরোধী’ ব্যানারে ছাত্রলীগকে পুনর্বাসনের প্রক্রিয়া চলছে। এটি সম্পূর্ণ অন্যায়। কেউ যদি এই ব্যানার ব্যবহার করে ছাত্রলীগকে পুনর্বাসন করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

আইনের প্রতি শ্রদ্ধাশীল হলেও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে ছাত্রদল নেতা বলেন, "আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, তবে যদি জুলুম বাড়ে, তাহলে কঠোর রূপরেখা দিতেও দ্বিধা করব না।"

আশিক

×