ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

তোমাদের প্রতিটি শব্দ হাজার হাজার ভোট কেড়ে নিচ্ছে, এনসিপি নেতাদের উদ্দেশ্যে রুমিন ফারহানা

প্রকাশিত: ১২:৫৯, ২১ এপ্রিল ২০২৫; আপডেট: ১৩:০৩, ২১ এপ্রিল ২০২৫

তোমাদের প্রতিটি শব্দ হাজার হাজার ভোট কেড়ে নিচ্ছে, এনসিপি নেতাদের উদ্দেশ্যে রুমিন ফারহানা

ছবিঃ সংগৃহীত

তোমাদের প্রতিটি শব্দ হাজার হাজার ভোট কেড়ে নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। জাতীয় নাগরিক পার্টির নেতাদের উদ্দেশ্যে বেসরকারি একটি গণমাধ্যমের টকশোতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করেছি, আমি নিজে রাজনৈতিক পরিবারের সন্তান। এই বাচ্চারা যখন কথা বলে, ওরা কিন্ত আমাদের সন্তান সমতূল্য। ওরা যখন এই কথাগুলো বলে আমাদের দুঃখ হয়। বলতে ইচ্ছা করে, তোমাদের এই প্রতিটা শব্দ তোমাদের হাজার হাজার ভোট কেড়ে নিচ্ছে। 

তিনি আরো বলেন, একটা সময় রাজা রাজ্য শাসন করতো, রাজপুত্র কে শেখানোর জন্য কয়েকজন শিক্ষক থাকতেন যারা, কেউ যুদ্ধ বিদ্যায় পারদর্শী করতো, কেউ জ্যোতির্বিদ্যায় পারদর্শী করতো, কেউ কূটনীতি শিখাতো। একজনকে রাজা হিসেবে তৈরি করতে দীর্ঘ পথ অতিক্রম করা হতো। 

বিএনপির এই নেত্রী বলেন, এখন রাজার রাজ্য নেই, পলিটিশিয়ানরা দেশ পরিচালনা করে। একজন রাজনীতিবিদকে একদম মাঠ থেকে, ঘাট থেকে ধীরে ধীরে শিখে শিখে যেতে হয়। এই যে বড় বড় হুঙ্কার, এই হুঙ্কার মানুষকে আপনার থেকে অনেক দূরে সরিয়ে দেয়। এই হুঙ্কারগুলো মানুষ ভালোভাবে নেয় না।  

এই হুঙ্কারকে মানুষ তখনই ভালোভাবে নেয় যখন জুলুমের বিরুদ্ধে বলে। শেখ হাসিনার বিরুদ্ধে যখন বিএনপি হুঙ্কার দিত তখন ভালোভাবে নিয়েছে মানুষ। এখন মানুষের পার্সেপশন হচ্ছে ছাত্ররাই দেশ চালায়। তাই তাদের এই হুঙ্কার মানুষ ভালোভাবে নিবে না।

 

সূত্রঃ https://www.facebook.com/share/1ATQq2cCFs/

রিফাত

আরো পড়ুন  

×