
ছবিঃ সংগৃহীত
বিএনপি মিডিয়া সেল-এর ফেসবুক পেইজ ৩ মিলিয়ন ফলোয়ারের মাইলফলক অতিক্রম করায় বিএনপি মিডিয়া সেল-এর সদস্য সচিব ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন। বিএনপি মিডিয়া সেলের এক ভিডিও বার্তায় তিনি এ শুভেচ্ছা বার্তা জানান।
তিনি বলেন, এই যাত্রা অতিক্রম করা একটা গণমানুষের বিজয়। এই ফেসবুক পেইজে ৩ মিলিয়ন ফলোয়ার অতিক্রম করেছে এটি নির্যাতিত ও জনগণের কণ্ঠস্বরের বিজয়।
এ্যানি বলেন, বিএনপি মিডিয়া সেল দীর্ঘদিন ধরেই সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলেছে। আমরা ভোটাধিকার ও মানবাধিকারের পক্ষে কথা বলেছি। গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। দেশের মানুষের আস্থা ও ভালোবাসাই আমাদের মূলশক্তি। এই শক্তিকে ধারণ করে বিএনপি মিডিয়া সেল তার দীর্ঘ যে সংগ্রাম, দীর্ঘ যে লড়াই, আমরা আমাদের কথা, বক্তব্য ও লেখনীর মাধ্যমে আমাদের কাজ অব্যাহত রেখেছি।
আজকে এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। মানুষের এই ভালোবাসা ও আস্থাই আমাদের আরো দায়িত্বশীল করে তুলেছে। আমরা সত্যের পক্ষে লড়েছি, সত্যের পক্ষে লড়ব।
দেশের জন্য লড়েছি, দেশের জন্য লড়ব। আগামী দিনে এই অব্যাহত ধারা গণতন্ত্রের পক্ষে এবং তৃণমূলের কণ্ঠস্বর হিসেবে বিএনপির মিডিয়া সেল তার এই দীর্ঘ যাত্রা অব্যাহত রাখবে।
রিফাত