ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

যে কারণে বৈঠকের পরও নির্বাচনের বিষয়ে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি!

প্রকাশিত: ১০:৪১, ২১ এপ্রিল ২০২৫; আপডেট: ১০:৪২, ২১ এপ্রিল ২০২৫

যে কারণে বৈঠকের পরও নির্বাচনের বিষয়ে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি!

ছবিঃ সংগৃহীত

প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে নির্বাচনের ব্যাপারে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি। তার স্পষ্ট ব্যাখ্যা দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি বেসরকারি গণমাধ্যমের টকশোতে তিনি এই ব্যাখ্যা দেন।

তিনি বলেন আমি ঠিক জানি না তারা কীভাবে বিষয়টা নিয়েছে। তবে আমরা সবসময় চেষ্টা করি সরকারের সাথে যেন একটা সম্পর্ক থাকে, কথা বলার সুযোগ যেন সবসময় থাকে এটা আমরা সবসময় রক্ষা করতে চাই। 

তিনি আরো বলেন, তবে আমি খুব পরিষ্কার ভাবে বলেছি আমরা সরকারের সাথে সভাতে সন্তুষ্ট হতে পারিনি। তার প্রধান কারণ হচ্ছে, আমরা যে জিনিসটা প্রথম থেকেই বলে আসছি, আমরা নির্বাচনের একটা রোডম্যাপ চাই। আমরা নির্বাচনের সুস্পষ্ট তারিখ বা সময়ের কথা বলিনি। রোডম্যাপের বিষয়ে এই জন্য জোর দিয়েছি তাহলে দেশের মানুষের মধ্যে একটা আস্থা আসবে যে, একটা নির্বাচন হতে যাচ্ছে যার মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা আসবে।

তিনি বলেন, আমরাই কিন্ত প্রথম সংস্কারের কথা বলেছি। ২০১৬ তে বেগম খালেদা জিয়া ভিশন ২০৩০ এর জন্য সংস্কারের কথা বলেছেন। একই সাথে আবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংস্কার প্রস্তাব করেন। সংস্কারের বিষয়ে বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার করা হয় তা পুরো অযৌক্তিক। 

আমরা অবশ্যই সংস্কার চাই ও আমরা মনে করি ফ্যাসিস্ট সরকার যে রাষ্ট্রকে, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে সেগুলো আবার নতুন চিন্তাধারার ভিতরে ফেরানো দরকার। 

বিএনপির এই মহাসিচব বলেন, যেই সংস্কার বিষয়ে সবাই একমত হবে সেগুলো এখন হবে, বাকিগুলোর প্রতিও কমিটমেন্ট রাখা হবে, নির্বাচিত সরকার এসে সেগুলো বাস্তবায়ন করবে। এই ক্ষেত্রে ভুল বোঝাবুঝির কোন অবকাশ নেই। 

আমার বারবার করে বলছি, আমরা একটা রোডম্যাপ চাচ্ছি। কখন নির্বাচন হবে, কবে হবে সেই বিষয়গুলো সুনিশ্চিত ভাবে আমরা তাদের কাছে চেয়েছি। প্রধান উপদেষ্টার কাছে যখন এই রোডম্যাপের কিছুই পাইনি আমরা, সে কারণে আমি স্পষ্ট করে বলেছি আমি সন্তুষ্ট নই।

 

সূত্রঃ https://www.facebook.com/share/v/1BuwS3bbEz/

রিফাত

আরো পড়ুন  

×