ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

প্রশাসন বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়, অভিযোগ নাহিদ ইসলামের

প্রকাশিত: ০৭:৫৫, ২১ এপ্রিল ২০২৫; আপডেট: ০৭:৫৫, ২১ এপ্রিল ২০২৫

প্রশাসন বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়, অভিযোগ নাহিদ ইসলামের

ছবি: সংগৃহীত

সংস্কার ইস্যুতে বিএনপির সাথে জাতীয় নাগরিক পার্টির মতবিরোধ রয়েছে। গত বুধবার মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না। অনেক জায়গায় প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে।

এনসিপি নেতা নাহিদ ইসলাম আরও বলেন ‘এই ধরনের প্রশাসন নিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডের একটি নিরপেক্ষ প্রশাসন ও পুলিশ নিশ্চিত করতে হবে।’

নাহিদ ইসলামের এই মন্তব্য নিয়ে বিএনপির স্থায়ী কমিটিতে আলোচনা হয়েছে। সেখানে এই মন্তব্যের বিষয়ে উষ্মা প্রকাশ করেন বিএনপির নেতারা। তবে বিষয়টি নিয়ে দলীয়ভাবে আনুষ্ঠানিক প্রতিবাদ না জানানোর সিদ্ধান্ত নেয় দলটি। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ ও এনসিপি নেতাদের কর্মকাণ্ডের তথ্য-উপাত্ত সংগ্রহ করার কথা জানায় বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, মাঠ পর্যায়ে তাদের অসহায়ত্ব রয়েছে। তিনি বলেন, ‘নাহিদ ইসলামের কথা সত্য হলে আমলে নেয়া যেত কিন্তু তার মন্তব্যটি অবাস্তব।’ এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার। সেখানে বিএনপির লোক কীভাবে থাকে, এমন প্রশ্নও তোলেন তিনি।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=w0bejfF1Xks

রাকিব

×