
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার তাঁর ফেসবুক পোস্টে জানিয়েছেন, সিরাজগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে এক দুর্ঘটনার শিকার হন তিনি ও তাঁর স্ত্রী।
রবিবার (২০ এপ্রিল) রাত প্রায় পৌনে বারোটার দিকে মহাখালী কলেরা হাসপাতালের পাশে পৌঁছালে, প্রত্যাশা ট্রান্সপোর্ট এজেন্সির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৭-০৮০২) একেবারে অপ্রত্যাশিতভাবে তাঁদের প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়।
দুর্ঘটনার ফলে মাহিন সরকারের গাড়িটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তাঁর স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েন ও ট্রমাটাইজড হয়ে পড়েন বলে জানা গেছে।
তবে স্থানীয় জনতার সহায়তায় ঘটনাস্থল থেকেই ট্রাকচালককে আটক করা সম্ভব হয়েছে বলে তিনি জানান।
এম.কে.