ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ঢাকার জনগণকে সাথে নিয়ে থানা ঘেরাও হবে: ইশরাক হোসেন

প্রকাশিত: ০৪:৪৯, ২১ এপ্রিল ২০২৫

ঢাকার জনগণকে সাথে নিয়ে থানা ঘেরাও হবে: ইশরাক হোসেন

ছবি: সংগৃহীত

প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেফতারে প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

তিনি বলেন, এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। ইতোমধ্যে অনেকেই গ্রেফতার হয়েছে, তবে কেউ যদি এখনও থেকে থাকে, তাকেও দ্রুত গ্রেফতার করতে হবে।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোথাও থেকে প্রশাসনকে কোনোভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়, তাহলে ঢাকার জনগণকে সঙ্গে নিয়ে আমরা সংশ্লিষ্ট থানাগুলো ঘেরাও করব।

এই বক্তব্য তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে প্রকাশ করেন।

এম.কে.

×