
ছবি: সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাভোকেট রফিক শিকদার বলেন, সাপের কাজই হচ্ছে দংশন করা। আওয়ামী লীগকে কিন্তু আজকে সমগ্র বাংলাদেশের মানুষ সাপের মতোই মনে করে।
পতিত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে একটি টেলিভিশন চ্যানেলের টকশো অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করে বলেন, ‘এরা যে বিষাক্ত এটা প্রমাণ হয়েছে, এরা বাংলাদেশের জনগণের বন্ধুও না, বাংলাদেশ ক্রিয়াশীল কোনো রাজনৈতিক দলেরও বন্ধু না।’
বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, ‘হাসিনা পরিবার এবং সে নিজেও হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, এটা প্রমাণিত। তাদেরকে কিন্তু শেখ হাসিনা ধরে নাই। সুতরাং, এই দলকে, এই ফ্যাসিস্টকে বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না। তারা রাজনৈতিকভাবে আর দাঁড়াতে পারবে না।’
এছাড়া, বিএনপি ও তরুণ প্রজন্ম আওয়ামী লীগকে ক্ষমা করবে না উল্লেখ করে রফিক শিকদার বলেন, ‘প্রতিবেশী দেশ ভারতের বন্ধু বলেই তারা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। বিগত দিনগুলোতে তারা ভারতের স্বার্থে তাদের সাথে অনেকগুলো চুক্তি করেছে, যা জনগণ জানে না এবং পার্লামেন্টেও আলোচনা হয়নি।’
সূত্র: https://www.facebook.com/share/v/1D1p6SsmtB/
রাকিব