ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

নির্বাচনের দিনকাল ঘোষণা নিয়ে যা বললেন আমির খসরু

প্রকাশিত: ২৩:১০, ২০ এপ্রিল ২০২৫

নির্বাচনের দিনকাল ঘোষণা নিয়ে যা বললেন আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সবাই বলছে ঐকমতের পরিপেক্ষিতে সংস্কার হবে। সবার প্রস্তাব জমা হয়েছে। এবং সেই বিষয়গুলো বিবেচনা করে কোথায় কোথায় ঐকমত হয়েছে সেটা নির্ধারণ করার জন্য ১ সপ্তাহের বেশি সময় লাগার কোন কারণ নাই। এবং সেটা নির্ধারণ করে যেখানে ঐকমত হয়েছে সে ঐকমতের পরিপেক্ষিতে জাতীয় সনদ সই করে নির্বাচনের দিনকাল ঘোষণা করা অত্যন্ত প্রয়োজনীয়। 

রোববার (২০ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণ অধিকার পরিষদের সঙ্গে দলটির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আমির খসরু বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি ডিসেম্বর পর্যন্ত যাওয়ারও দরকার নাই। ঐকমতের পরিপেক্ষিতে আমরা সেটা সিদ্ধান্ত নিয়ে জাতীয় সনদ সই করে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। ডিসেম্বরের পর তো যাওয়ার প্রশ্নেই আসে না বরং আগে করা সম্ভব।

তিনি বলেন, ঐকমত কেউ সৃষ্টি করছে না। সবাই সবার মতামত দিয়েছে। যেসব জায়গায় ঐকমত হবে সেগুলো শুধুমাত্র আমরা সংস্কারের মধ্যে নিয়ে আসবো। 

তিনি আরো বলেন, আমরা সবাই নির্যাতিত, নিপীড়িত, গুম, খুন, হত্যার স্বীকার, জেলের স্বীকার, মিথ্যা মামলার স্বীকার। আমাদের চেয়ে বেশি বিচার আর কে যে চাইতে পারে সেটা বিশ্বাস করার কারণ নাই। আর বিচার করবে বিচার বিভাগ।
 

×