ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

শহীদ মহিউদ্দিন সোহানের পরিবারের সঙ্গে শিবির সভাপতির সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ২২:২৯, ২০ এপ্রিল ২০২৫

শহীদ মহিউদ্দিন সোহানের পরিবারের সঙ্গে শিবির সভাপতির সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২২৯তম শহীদ মহিউদ্দিন সোহানের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

তিনি সোহানের পরিবারের খোঁজখবর নেন এবং শহীদ পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান। এ সময় সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

স্ট্যাটাসে তিনি বলেন, ২০১৬ সালের ১০ এপ্রিল ঝিনাইদহ জেলার ঈশ্বরবা গ্রামের জামতলা থেকে সাদা পোশাকে পুলিশ মহিউদ্দিন সোহানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর পরিবারের পক্ষ থেকে বহু চেষ্টা করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চাওয়া হলেও প্রশাসন বিষয়টি অস্বীকার করে এবং কোনো সহযোগিতা করেনি।

তিনি আরও বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর, ২০ এপ্রিল সকালে চুয়াডাঙ্গার ভুলাটিয়ার মাঠে সোহানের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। তার ডান হাত ছিল ভাঙা এবং বাম চোখ উপড়ানো অবস্থায় ছিল—যা নির্মম নির্যাতনেরই প্রমাণ বহন করে।

আসিফ

×