
বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। ছবিঃ সংগৃহীত
একদিকে বিএনপি সংস্কার প্রশ্নে অন্যান্য রাজনৈতিক দল থেকে এক ধাপ এগিয়ে, অন্যদিকে জামায়াতে ইসলামী নির্বাচন ও সংস্কারের প্রশ্নে এখনও টালমাটাল অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক-শোতে জামায়াত ও বিএনপি'র পারস্পরিক সম্পর্ক নিয়ে প্রশ্নের উত্তরে এসব কথা জানান তিনি।
বিএনপি নেতা হেলাল বলেন, ‘৮ই আগস্টের পরে ৩০০ আসনে নমিনেশন দিয়েছে জামায়াতে ইসলামী। অথচ তারা বলছে আমরা নির্বাচন চাই না। কিছুদিন আগেই বললো ২০২৬ সালের রোজার আগে নির্বাচন চাই। আবার পরেরদিন বললো সংস্কার ছাড়া নির্বাচন চাই না। এই যে নির্বাচনে যাচ্ছেন আপনারা, নিজের পায়ে নিজে কুড়াল মারছেন।’
তিনি আরও বলেন, ‘আমরা একটি অবাধ ও ন্যায্য নির্বাচন লাভের আশায় এখনও সংস্কার চাই। চাঁদাবাজের একটি কথা প্রায়ই আসছে। রাজনীতি যদি করেন তাহলে নানা রকম পারসেপশন তৈরি হবে। সেই পারসেপশন কতটা সত্য কতটা মিথ্যা সেটা আপনাদের তদন্ত করতে হবে। আমরা এসব পারসেপশন গ্রহণ করে তারপর অন্যান্য পদক্ষেপ নেই। অন্যান্য রাজনৈতিক দলের মতো অস্বীকার করি না। ফলে সংস্কার প্রশ্নে অন্যান্য রাজনৈতিক দল এবং সরকারের থেকে আমরা এক ধাপ এগিয়ে।’
সূত্র: https://www.youtube.com/watch?v=ncaPlPMaThE
মুমু