
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সবচেয়ে বেশি নির্বাচনের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক নাজমুল আশরাফ। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আয়োজিত টকশো অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
সাংবাদিক নাজমুল আশরাফ বলেন, ‘বিভিন্ন দলের অবস্থান, বিভিন্ন সময়ের বক্তব্য, সবশেষ বক্তব্য ধরে যদি চিন্তা করা যায়, সেক্ষেত্রে সরকারের আশীর্বাদপুষ্ট এনসিপি দলটি সবচেয়ে বেশি বিরোধিতা করছে নির্বাচনের।’
এছাড়া, সংস্কার এবং বিচার শেষ না করে এনসিপি নির্বাচন চায় না বলে জানান তিনি। সংস্কার এবং বিচারিক প্রক্রিয়াকে চলমান ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া হিসেবে মনে করেন নাজমুল আশরাফ। তিনি বলেন, ‘যাদের ন্যূনতম জ্ঞান আছে, তারা জানে সংস্কার কীভাবে বাস্তবায়িত হয়, বিচার প্রক্রিয়া কীভাবে চলে। আপনি এই দুটো শেষ করে নির্বাচন চান, মানে আপনি নির্বাচনই চান না। সেটা ২০, ৩০ বা ৪০ বছর হতে পারে।’
সূত্র: https://www.facebook.com/share/v/1864yzRXCL/
রাকিব