ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

এখন যে সংস্কার প্রক্রিয়া চলছে তার সাথে ওতপ্রোতভাবে বিএনপি জড়িত: নাজমুল আশরাফ

প্রকাশিত: ০৫:৩২, ২০ এপ্রিল ২০২৫; আপডেট: ০৫:৩২, ২০ এপ্রিল ২০২৫

এখন যে সংস্কার প্রক্রিয়া চলছে তার সাথে ওতপ্রোতভাবে বিএনপি জড়িত: নাজমুল আশরাফ

ছবি: সংগৃহীত

গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক নাজমুল আশরাফ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশো অনুষ্ঠানে বলেছেন, এখন যে সংস্কার প্রক্রিয়া চলছে তার সাথে ওতপ্রোতভাবে বিএনপি জড়িত। প্রত্যেকটা ক্ষেত্রে, সরকার যেভাবে চাচ্ছে, যেভাবে ডাকছে, যেভাবে প্রক্রিয়া চালাচ্ছে সব ক্ষেত্রে বিএনপির একেবারে কার্যকর অংশগ্রহণ আমরা দেখছি।

বিএনপিকে বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বিএনপি নিজেরই বহু আগে সংস্কার প্রস্তাব দিয়েছে। তার মানে সংস্কারের বাইরে না বিএনপি। একইভাবে অন্যান্য দলও, বিএনপি, জামায়াত, বিভিন্ন বাম দল, এনসিপি, ইসলামি দলগুলো এই প্রক্রিয়ার মধ্যে আছে।’

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের প্রসঙ্গ টেনে সাংবাদিক নাজমুল আশরাফ বলেন, ‘বিএনপির এই সংস্কারের বিষয়ে যে মতামত, বিশ্লেষণ, একমত-দ্বিমতের বিষয়গুলো, সেটার ভূয়সী প্রশংসা করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।’

‘অন্য অনেকের বক্তব্য মিলিয়ে বললে পরে এখন পর্যন্ত সরকারের সংস্কার প্রস্তাবগুলোর ব্যাপারে বিএনপি সবচেয়ে সুনির্দিষ্ট, সুচিন্তিত, সুরক্ষিতভাবেই তাদের অবস্থান জানিয়েছে’, যোগ করেন নাজমুল আশরাফ।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=Mj3F3Be1s6o

রাকিব

×