
ছবি: সংগৃহীত
রাজধানীর বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে। নিহত শিক্ষার্থীর নাম জাহিদুল ইসলাম পারভেজ (নবাব পারভেজ)।
নিহত পারভেজ (২৩) প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলেও জানা গেছে।
এদিকে পারভেজ নিহত হওয়ার ঘটনায় মধ্যরাতে (২০ এপ্রিল) বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে অনুষ্ঠিত হওয়া সেই বিক্ষোভ মিছিলের ভিডিও আপলোড করা হয়েছে।
আপলোড করা ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল।’
সূত্র: https://www.facebook.com/share/v/1AGBxiPfrK/
রাকিব