ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব

যারা ছাত্র সমন্বয়ক থেকে উপদেষ্টা পদে যোগ দিয়েছেন তারা কমবেশি জবাবদিহিতার আওতায় আসছে: মশিউর রহমান

প্রকাশিত: ২৩:৫৮, ১৯ এপ্রিল ২০২৫; আপডেট: ২৩:৫৮, ১৯ এপ্রিল ২০২৫

যারা ছাত্র সমন্বয়ক থেকে উপদেষ্টা পদে যোগ দিয়েছেন তারা কমবেশি জবাবদিহিতার আওতায় আসছে: মশিউর রহমান

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি জবাবদিহিতামূলক শাসনব্যবস্থার ওপর জোর দিয়েছেন।

তিনি বলেন, “সৎ সাহস দেখানোর জন্য ধন্যবাদ Asif Mahmud।” এই কথাটি তিনি মূলত আসিফের স্বচ্ছতার বিষয়টিকে বুঝিয়েছেন। সাম্প্রতিক সময়ে তারেক আহমেদ নামের এক ব্যক্তি আসিফের সাবেক এপিএস ও ব্যক্তিগত প্রেস সচিবকে নিয়ে এক ফেসবুক পোস্টে অভিযোগ আনে। যার প্রেক্ষিতে আসিফ মাহমুদ উক্ত পোস্টের কমেন্টে বিষয়টি ভিত্তিহীন বলে যুক্তি-তর্ক এবং তথ্য উপস্থাপন করেন। বিষয়টি উপদেষ্টা আসিফের জবাবদিহিতার প্রশ্নকে সামনে নিয়ে এসেছে।

মশিউর রহমান স্ট্যাটাসে উল্লেখ করেন, “লক্ষনীয় হলো, যারা ছাত্র সমন্বয়ক থেকে উপদেষ্টা পদে যোগ দিয়েছেন তারা কমবেশি জবাবদিহিতার আওতায় আসছেন। অথচ অন্য উপদেষ্টারা এখনও জবাবদিহিতার বাইরে রয়ে গেছেন। এদেরও অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে।”

তিনি আরও বলেন, “অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরও ৫ই আগস্টের পরবর্তী কর্মকাণ্ড অবশ্যই জবাবদিহিতার আওতায় নিয়ে আসার দাবী জানিয়ে রাখলাম।”

আসিফ

আরো পড়ুন  

×