ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

যারা ইসলামের বিধানকে অতিক্রম করবার দুঃসাহস করবে, তাদেরকে ফ্যাসিস্ট হাসিনার কথা স্মরণ করিয়ে দিতে চাই: সাদিক কায়েম

প্রকাশিত: ২৩:৩৮, ১৯ এপ্রিল ২০২৫; আপডেট: ২৩:৩৯, ১৯ এপ্রিল ২০২৫

যারা ইসলামের বিধানকে অতিক্রম করবার দুঃসাহস করবে, তাদেরকে ফ্যাসিস্ট হাসিনার কথা স্মরণ করিয়ে দিতে চাই: সাদিক কায়েম

ছবি: সংগৃহীত।

যারা ইসলামের বিধানকে যারা অতিক্রম করার দুঃসাহস করবে, তাদেরকে ফ্যাসিস্ট হাসিনার পরিণতির কথা স্মরণ করিয়ে দিতে চান বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. আবু সাদিক কায়েম।

শনিবার (১৯ এপ্রিল) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

সাদিক কায়েম লিখেছেন, “নারীর অধিকার ও মর্যাদার গ্যারান্টি দিয়েছে ইসলাম। নারী অধিকারের সুরক্ষায় শরীয়তের বিধান কার্যকর না করেই— ‘নারীদের প্রতি ধর্ম বৈষম্য করে’— এ ধরণের অস্পষ্ট পূর্বানুমান নির্ভর বয়ান উদ্দেশ্যপ্রণোদিত অথবা মূর্খতা ও অজ্ঞতাপ্রসূত।”

তিনি আরও বলেন, “যারা ইসলামের বিধানকে অতিক্রম করবার দুঃসাহস করবে, তাদেরকে ফ্যাসিস্ট হাসিনার কথা স্মরণ করিয়ে দিতে চাই। শাপলা চত্বরের মহাজাগরণের কথা স্মরণ করিয়ে দিতে চাই, সোহরাওয়ার্দীর মার্চের কথা স্মরণ করিয়ে দিতে চাই।”

ফেসবুক পোস্টে সাদিক কায়েম উল্লেখ করেন, “হাসিনার পরিণতি হতে শিক্ষাগ্রহণ করুন। জুলাই বিপ্লবকে পুঁজি করে ইসলামবিরোধী পলিসি বাস্তবায়নের অপচেষ্টা হতে বিরত থাকুন। শহীদ আবরার ফাহাদ, আবু সাঈদ, ওয়াসিম, শান্ত, আলী রায়হানদের রক্তের সাথে বেঈমানী করার দুঃসাহস করবেন না।”
 

সায়মা ইসলাম

×