ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের নাম পরিবর্তন, এটি ভুলভাবে মানুষের কাছে যাচ্ছে: রাশেদ খান

প্রকাশিত: ২২:১৬, ১৯ এপ্রিল ২০২৫

বাংলাদেশের নাম পরিবর্তন, এটি ভুলভাবে মানুষের কাছে যাচ্ছে: রাশেদ খান

ছবি: সংগৃহীত

বাংলাদেশের নাম পরিবর্তন, এটি আসলে ভুলভাবে মানুষের কাছে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

সম্প্রতি একটি বেসরকারি গণমাধ্যমের টকশোতে তিনি এ মন্তব্য করেন। 

রাশেদ খান বলেন, “বাংলাদেশের সাংবিধানিক নাম হলো ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’। এখানে ‘প্রজা’ শব্দটি নিয়ে দীর্ঘদিন ধরে আপত্তি রয়েছে। সেই শব্দটি বাদ দেওয়ার জন্য যে সংস্কার কমিশন আমাদের কাছে মতামত জানতে চেয়েছে, তারা জানতে চেয়েছে—আপনারা আগের নাম চান, না কি নতুন প্রস্তাব করবেন?”

তিনি বলেন, “আমরা বলেছি, সাংবিধানিক নাম হতে পারে গণতান্ত্রিক বাংলাদেশ। তবে যদি দেশের মানুষ মনে করেন, আগের নামটিই যথাযথ, তাহলে সেটিও মান্য।”

এসএফ 
 

×