ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ডিসেম্বরে ভোটের দাবিতে ১২ দলীয় জোটের সঙ্গে একমত বিএনপি

প্রকাশিত: ২১:০৬, ১৯ এপ্রিল ২০২৫

ডিসেম্বরে ভোটের দাবিতে ১২ দলীয় জোটের সঙ্গে একমত বিএনপি

ছবি: সংগৃহীত

ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে ১২ দলীয় জোটের সঙ্গে একমত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপির লিয়াঁজো কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, "আজ ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করেছি। প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয়বস্তু তাদের জানানো হয়েছে, কারণ সহযোগী দল হিসেবে তারা এসব জানার অধিকার রাখে। বৈঠকে ডিসেম্বরে জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে ঐকমত্য হয়েছে। করণীয় নিয়ে ভবিষ্যতে আরও আলোচনা হবে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত জানানো হবে।"

নজরুল ইসলাম খান আরও বলেন, “যদিও শুরুতে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছিল, পরে সময়সীমা কিছুটা পরিবর্তন হয়েছে। তবে আমরা মনে করি, নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হবে ধরে নিয়ে রোডম্যাপ তৈরি করা উচিত।"

এ সময় তিনি ফ্যাসিবাদী শাসন ও তাদের সহযোগীদের অপরাধের দ্রুত বিচারের দাবি জানান।

নতুন কোনো আন্দোলনের বিষয়ে তিনি বলেন, “নির্বাচনের দাবিতে নতুন করে আন্দোলনের প্রয়োজন আছে বলে মনে করে না বিএনপি। সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী ডিসেম্বরে নির্বাচন আয়োজন করবে— আমরা সেই আশাই করছি।”

আসিফ

×