
বুড়িমারী মহাসড়কে গাড়ি দাড় করে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
শুধু জান্নাতি নয় সমাজে এই ধরনের ভয়ংকর অপরাধ সংঘটিত হলেই আপনারা সাংবাদিক সত্য সংবাদের মাধ্যমে সাদাকে সাদা হিসেবে কালোকে কালো হিসেবে তুলে ধরবেন। তাদের চেহারা সমাজে তুলে ধরবেন যাতে ওদের শাস্তি নিশ্চিত করা সম্ভব হয়। ধর্ষণের মতো জঘন্য অপরাধ যারা করবে তাদের সমাজ থেকে বয়কট করবেন।
শিশু জান্নাতি ধর্ষণের ঘটনায় অপরাধীদের বিচারের কার্যক্রম আমরা খুব দ্রুত সময়ে দেখতে চাই। বিচার হতে হবে সঠিক বিচার হতে হবে, দ্রুত সময়ে বিচার হতে হবে। বিচার যখন লম্বা হয় বিচার তখন হারিয়ে যায়। বিচার কার্যকর হয়েছে এবং শাস্তি নিশ্চিত হয়েছে এটা আমরা দেখতে চাই। আমরা দেশে প্রচলিত আইনের মাধ্যমে খুব দ্রুতএই বিচারকাজ দেখতে চাই।
শনিবার দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শৌলমারী এলাকার ধর্ষণ শেষে ও হত্যার শিকার ষষ্ঠ শ্রেণির ছাত্রী জান্নাতির পরিবারের সাথে সাক্ষাৎকরে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে গাড়ি দাড় করে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশে ধর্ষণের মতো জঘন্য অপরাধ যে করবে দেশের প্রচলিত আইনের মাধ্যমেই তার শাস্তি নিশ্চিত করা হবে। কুরআনের আইন দেশের মানুষের কল্যাণ বয়ে আনবে, শান্তি বয়ে আনবে। এমন একটি বাংলাদেশ গড়তে চাই। যেখানে সব শ্রেণি পেশার মানুষ একসঙ্গে বসবাস করবে।
এর আগে শনিবার দুপুর ১২ টায় লালমনিরহাটের কালেক্টরেট মাঠে জনসভায় অংশ গ্রহন শেষে নিহত জন্নাতির বাবার দেখা করার পর হাতিবান্ধা উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হাসিবুলের পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন করেন।
সায়মা ইসলাম