ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

"আমরা সর্ব প্রথম হাসিনার বিচার দেখতে চাই"

প্রকাশিত: ১৯:৪৯, ১৯ এপ্রিল ২০২৫

ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশে সংস্কারও হবে, নির্বাচনও হবে। তিনি বলেন, এই দুটি প্রক্রিয়া ছাড়া গণতন্ত্রের ভিত কখনোই শক্তিশালী হতে পারে না।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভা, সদর (পূর্ব) ও চন্দ্রগঞ্জ থানা যুবদলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের পুরাতন গোহাটা সড়কের বশির ভিলা হলরুমে এ সভার আয়োজন করা হয়।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “এখন পর্যন্ত শেখ হাসিনার কোনো দৃশ্যমান বিচার হয়নি। আমরা প্রথমে শেখ হাসিনার বিচার দেখতে চাই। এরপর তার পরিবারের, গুম-খুন এবং দুঃশাসনের বিচার দেখতে চাই। যতদিন পর্যন্ত গণতন্ত্রের শক্ত ভিত প্রতিষ্ঠা না হবে, ততদিন জনগণ ফ্যাসিবাদী শক্তির শোষণের শিকার হবে। দেশে ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদ ধ্বংস হওয়াই আগামী দিনের মূল লক্ষ্য হওয়া উচিত।”

তিনি আরও বলেন, “গত ৫ আগস্ট যেসব থানা লুটপাট হয়েছে, সেসব অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এমনকি এসব অস্ত্র উদ্ধারে কোনো অভিযানও চালানো হয়নি। অবিলম্বে সব অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর উদ্যোগ নিতে হবে।”

এ সময় তিনি অভিযোগ করেন, যারা অতীতে গুম-খুনে জড়িত ছিল, একনায়কতান্ত্রিক শাসন চালিয়েছিল, তারা সাধারণ মানুষের আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এখন আবার ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে নতুন করে ফ্যাসিবাদ কায়েমের অপচেষ্টা চলছে।

আওয়ামী লীগের দুঃশাসন, খুন-গুম ও নির্যাতনের স্মৃতি দেশের মানুষ এখনো ভুলে যায়নি উল্লেখ করে তিনি বলেন, “আর কখনোই যেন সেই অন্ধকার অতীত দেশে ফিরে না আসে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”

সভায় চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্যার সভাপতিত্বে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহম্মেদ ও সদর উপজেলা (পূর্ব) যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন ও যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন প্রমুখ।

আসিফ

আরো পড়ুন  

×