ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কলাপাড়ায় মহিপুর থানা যুবদলের সম্মেলন: সভাপতি সিদ্দিক মোল্লা, সম্পাদক মিজান প্যাদা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৯:২৯, ১৯ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:৩০, ১৯ এপ্রিল ২০২৫

কলাপাড়ায় মহিপুর থানা যুবদলের সম্মেলন: সভাপতি সিদ্দিক মোল্লা, সম্পাদক মিজান প্যাদা

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানা জাতীয়তাবাদী যুবদলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ সম্মেলনের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা যুবদলের আহ্বায়ক মো. মনিরুল ইসলাম।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত কাউন্সিলররা সরাসরি সমর্থন দিয়ে মো. সিদ্দিকুর রহমান মোল্লাকে সভাপতি এবং মো. মিজানুর রহমান প্যাদাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেন।

সম্মেলনে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।


তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে। এ কারণে সবাইকে এখন থেকেই ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুতি নিতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশ রয়েছে—দলে কোনো বিভেদ রাখা যাবে না। সবাইকে মিলেমিশে এক হয়ে একসঙ্গে কাজ করতে হবে। দলের সকল নেতা-কর্মীকে সাধারণ মানুষের কাছে যেতে হবে, তাদের আস্থা অর্জন করতে হবে। আগামী নির্বাচনে আমাদের দল যেন জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে পারে, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।”

 

সম্মেলনে স্থানীয়ভাবে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার।
প্রধান বক্তা ছিলেন পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খান।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, মহিপুর থানা বিএনপির সভাপতি আবদুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক মো. শাহজাহান পারভেজ এবং কলাপাড়া পৌর যুবদলের সদস্য সচিব নাসিরউদ্দিন আহমেদ রতন প্রমুখ নেতৃবৃন্দ।

মেজবাহউদ্দিন/রবিউল

আরো পড়ুন  

×