
“২০০৮ সালের নির্বাচনের পর থেকে জনগণ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে প্রথমে স্থানীয়, পরে জাতীয় নির্বাচন চাই”—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
শনিবার (১৯ এপ্রিল) জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত দিনব্যাপী সদস্য শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “ভারতের গোয়েন্দা সংস্থা 'র' এবং মইনউদ্দিন-ফখরুদ্দিন সরকারের যৌথ প্রযোজনায় অনুষ্ঠিত ২০০৮ সালের নির্বাচনের পর থেকে তিন দফায় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের অধীনে জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারেনি।”
প্রধান অতিথি আরও বলেন, “জামায়াত যদি ক্ষমতায় আসে, অমুসলিম ও নারীদের জন্য কোনো সমস্যা থাকবে না। ইসলামি রাষ্ট্রে তারা সবচেয়ে বেশি নিরাপত্তা ও সম্মান পাবে, কারণ ইসলামী আইনেই তাদের সঠিক মর্যাদা নিশ্চিত করা হয়েছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাইদ। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, বগুড়া অঞ্চল টিমের সদস্য অধ্যাপক আব্দুর রহিম ও অধ্যাপক নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া, সাবেক জেলা আমীর মাওলানা আতাউর রহমান, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশীদ, তারবিয়াত সেক্রেটারি মাহমুদুল হাসান এবং মাওলানা নুরুজ্জামান সরকারসহ বিভিন্ন উপজেলা ও পৌর জামায়াত নেতৃবৃন্দ।
নুসরাত