ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

৭১ এ গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার

প্রকাশিত: ০৩:১৬, ১৯ এপ্রিল ২০২৫; আপডেট: ০৩:২১, ১৯ এপ্রিল ২০২৫

৭১ এ গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পররাষ্ট্র সচিব পর্যায়ে পাকিস্তানের সাথে বাংলাদেশের বৈঠকে উত্থাপিত চারটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ প্রায় ১৫ বছর পর দু'দেশের দ্বিপাক্ষীকে গুরুত্বপূর্ণ বৈঠক আমরা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এটা ইতিবাচক বলে মনে করি।

সম্প্রতি সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের ঠিকানায় খালেদ মুহিউদ্দীন অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

গোলাম পরওয়ার বলেন, সেখানে যে কথাগুলো উঠেছে যে পাকিস্তানের গণহত্যার ব্যাপারে ক্ষমা চাওয়া উচিত, আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেওয়া, এরপরে বলা হয়েছে যে সম্পদের ন্যায্য হিসাব প্রশ্ন এবং ঘূর্ণিঝড়ের সহযোগিতা এসেছিল সেই সাহায্যের অর্থ। আমি মনে করি বাংলাদেশের পক্ষ থেকে যে প্রশ্নগুলো যে দাবিগুলো উত্থাপিত হয়েছে সবগুলোই যৌক্তিক এবং এটার সমাধান হওয়া উচিত। এটা বাংলাদেশের মানুষের হৃদয়ের কথা মনের কথা।

তিনি বলেন, আমরা জামায়াত ইসলামী মনে করি আমরা সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। গণহত্যা যে হয়েছে এটা ওয়ার্ল্ডওয়াইড একসেপটেড ম্যাটার। ফলে সে গণহত্যার সাথে যারা জড়িত ছিল। প্রকৃতভাবে যারা জড়িত ছিল তার প্রমাণ আছে বলে তাদের ক্ষমা চাওয়া উচিত। এবং আটকে পড়া পাকিস্তানিরা এখানে অনেক মানবতার জীবনযাপন করছে তাদের অনেকের খুবই অমানবিক জীবন সম্পর্কে আমরা অবহিত আছি। এদের ফেরত দেওয়ার দাবি যথার্থ।

সজিব

×