ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শিক্ষার কোনো পরিবেশ দিতে না পারায় হারিয়ে যায় মেধাবী মুখগুলো : ইউজিস চেয়ারম্যান

প্রকাশিত: ০১:০৪, ১৯ এপ্রিল ২০২৫; আপডেট: ০১:০৫, ১৯ এপ্রিল ২০২৫

শিক্ষার কোনো পরিবেশ দিতে না পারায় হারিয়ে যায় মেধাবী মুখগুলো : ইউজিস চেয়ারম্যান

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাস্তব অবস্থা অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। আলোচনায় ইউজিসি চেয়ারম্যান বলেন, অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থনেতাদের ব্যবহার করা হয় ‘ক্রীতদাসের মতো’। রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের হয়ে তারা কাজ করেন, নিজেরা চিন্তা করার বা নেতৃত্ব দেওয়ার সুযোগ পান না।

এ বিষয়ে বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করে শিক্ষাবিদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পর্যন্ত অনেক সময় দৈনন্দিন কার্যক্রমে কোনো বাস্তব ভূমিকা রাখতে পারেন না। ফলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকলেও, সুযোগের অভাবে পিছিয়ে পড়ছেন।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা শিক্ষক থেকে শিখতে চায়। কিন্তু তাদের সামনে সেই পরিবেশ তৈরি করে দিতে হবে। উপাচার্য, প্রোভিসি, কোষাধ্যক্ষ, হল প্রভোস্টসহ প্রশাসনের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব রয়েছে শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা।”

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়েও উঠেছে প্রশ্ন।  ইউজিসি চেয়ারম্যান বলেছেন, “এই প্রক্রিয়াটি বর্তমানে খুবই দুর্ভাগ্যজনকভাবে পরিচালিত হচ্ছে। যোগ্যতা ও মেধার চেয়ে রাজনীতি ও ব্যক্তিগত প্রভাব গুরুত্ব পাচ্ছে, যা বিশ্ববিদ্যালয় ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছে।”

এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির প্রসঙ্গে আলোচনায় জানানো হয়, তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে এই প্রযুক্তিগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। এজন্য প্রয়োজন যথাযথ অবকাঠামো, বাজারমুখী শিক্ষা এবং শিল্পখাতের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যকর সংযোগ।

 ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, শিক্ষা খাতের সঙ্গে ব্যক্তির চরিত্রগত দুর্বলতা বা রাজনৈতিক প্রভাবকে জড়ানো উচিত নয়। ব্যক্তি বিশেষের আচরণ দিয়ে পুরো শিক্ষা ব্যবস্থাকে বিচার করা ঠিক নয়।

উপসংহারে তিনি বলেন, শিক্ষার গুণগত মান রক্ষায় নীতিগত ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি। অন্যথায় শিক্ষার্থীদের সম্ভাবনা অপচয় হয়ে যাবে এবং দেশের উচ্চশিক্ষা খাত আরও সংকটে পড়বে।

 

রাজু

×