ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল

১৪, ১৮ ও ২৪ সালের মতো নির্বাচন আর এই দেশের মানুষ মেনে নেবে না: গোলাম পরওয়ার

প্রকাশিত: ১৯:০২, ১৮ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:০২, ১৮ এপ্রিল ২০২৫

১৪, ১৮ ও ২৪ সালের মতো নির্বাচন আর এই দেশের মানুষ মেনে নেবে না: গোলাম পরওয়ার

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যেই সব ধরনের সংস্কার সম্পন্ন করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের বিচার কার্যকরভাবে দৃশ্যমান করে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি জানিয়েছেন, এই নির্বাচনে জামায়াতে ইসলামী অংশ নেবে।

শুক্রবার কুমিল্লার লাকসাম সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা ও পৌরসভা জামায়াত আয়োজিত কর্মিসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা একটি শান্তিপূর্ণ, ইনসাফপূর্ণ বাংলাদেশ চাই। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য নির্ধারিত সময়সীমা দিয়েছে। এই সময়ের মধ্যেই নির্বাচনসহ প্রয়োজনীয় সব সংস্কার ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার সম্পন্ন করতে হবে। আমরা সেই নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি।’

তিনি বলেন, ‘আমাদের নির্বাচন সংক্রান্ত অবস্থান নিয়ে অনেকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু জামায়াতের আমির সদ্যই আমাদের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরেছেন।’

সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার কুমিল্লা দক্ষিণ জেলার চারটি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। কুমিল্লা-৮ আসনে শফিকুল আলম (হেলাল), কুমিল্লা-৯ আসনে এ কে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা-১০ আসনে ইয়াছিন আরাফাত এবং কুমিল্লা-১১ আসনে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ডিসেম্বর এবং ২০২৬ সালের জুন—এই দুটি সময়সীমা নির্ধারণ করেছে। আমরা বলতে চাই, এই সময়ের মধ্যেই স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে আমাদের আপত্তি নেই। তবে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো প্রহসনের নির্বাচন আর এই দেশের মানুষ মেনে নেবে না।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘নির্বাচন প্রক্রিয়াকে বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ করতে হলে পুলিশ, প্রশাসন ও সংবিধানে প্রয়োজনীয় সংস্কার আনতে হবে। সেইসঙ্গে দেশের বর্তমান সংকটের জন্য যারা দায়ী, তাদের বিচার অবশ্যই করতে হবে।’

তিনি নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরে বলেন, ‘এই বাংলাদেশ হবে স্বাধীন, গণতান্ত্রিক ও জনগণের অধিকারসম্পন্ন। এ দেশে খাদ্য নিরাপত্তা থাকবে, অর্থনীতিতে ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে এবং হাজার কোটি টাকা আর বিদেশে পাচার হবে না। গত ১৬ বছর ধরে আমাদের ভোটাধিকার ছিল না, মতপ্রকাশের স্বাধীনতা ছিল না। আমরা এক অন্ধকার সময় পার করেছি। এখন সময় এসেছে গণতন্ত্র পুনরুদ্ধারের, এবং অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হবে জনগণকে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া।’

আসিফ

×