
ছবিঃ সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, “এই সরকারের কাজকর্মে দেশবাসী খুবই উদ্বিগ্ন, তারা কী চায় সেটাও আমরা বুঝি না।”
আজ শুক্রবার (১৮ এপ্রিল) বিএনপি নেতা ইলিয়াস আলীসহ গুম হওয়া নেতাকর্মীদের সন্ধানের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।
নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি অভিযোগ করেন, ভোটের মাধ্যমে বিএনপি যাতে সরকার গঠন করতে না পারে, নানাভাবে চলছে সেই পাঁয়তারা।
শামসুজ্জামান দুদু বলেন, “এই সরকারের কাজকর্মে দেশবাসী খুবই উদ্বিগ্ন, তারা কী চায় সেটাও আমরা বুঝি না। বিএনপিকে পাশ কাটানোর জন্য যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে, মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে, ভোটের মাধ্যমে সরকার গঠন করতে না পারে, সেই জন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি।”
ইমরান