
ছবি সংগৃহীত
‘আ-আমজনতার পার্টি’ নিয়ে চলমান সমালোচনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন ডেসটিনি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও দলটির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন। তিনি বলেন, এ দলটি একান্তই আলাদা একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম এবং এ নিয়ে বিভ্রান্তি বা ভুল ব্যাখ্যার কোনো সুযোগ নেই।
রফিকুল আমীন বলেন, “অনেকে ‘আমজনতার দল’ ও ‘আ-আমজনতার পার্টি’কে এক মনে করছেন। কিন্তু বাস্তবে এটি দুটি পৃথক রাজনৈতিক দল। একই নাম বা কাছাকাছি নাম নিয়ে রাজনীতি করার অনেক উদাহরণ বাংলাদেশে আছে। যেমন—‘চাসদ’ নামে দুটি দল আছে, ‘বাংলাদেশ মুসলিম লীগ’ এবং ‘মুসলিম লীগ’ নামে দুটি দল রয়েছে, এমনকি ‘জাতীয় পার্টি’ নামেও ২-৩টি দল সক্রিয়ভাবে রাজনীতি করছে।”
তিনি আরও বলেন, “আমরা কাউকে প্রতিপক্ষ হিসেবে দেখি না। আমরা তাদের শত্রু নই, বরং মিত্র। তারা আমাদের ছোট ভাই। তাদের মধ্যে কেউ কেউ আমার বড় ভাইও রয়েছেন। আমরা তাদের লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি সহমত পোষণ করি।”
আশিক