ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ফিন্যান্সিয়াল ফ্রিডমের লক্ষ্যে কাজ করবে আ-আম জনতা পার্টি: ফাতিমা তাসনিম

প্রকাশিত: ১৫:২০, ১৮ এপ্রিল ২০২৫; আপডেট: ১৫:২১, ১৮ এপ্রিল ২০২৫

ফিন্যান্সিয়াল ফ্রিডমের লক্ষ্যে কাজ করবে আ-আম জনতা পার্টি: ফাতিমা তাসনিম

ছবি: সংগৃহীত

আ-আম জনতা পার্টি ফিন্যান্সিয়াল ফ্রিডমের লক্ষ্যে কাজ করবে। জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আ-আম জনতার পার্টির সদস্য সচিব ফাতিমা তাসনিম।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

দলটির সদস্য সচিব ফাতিমা তাসনিম বলেন, আমরা দলের আত্মপ্রকাশের একদিন পর ভাষা শহীদ, ১৯৭১ মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং ২৪ এর গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাদের স্মরণে দলের পক্ষ থেকে আজ আমরা স্মৃতিসৌধে এসেছি।

তিনি আরো বলেন, গণঅভ্যুত্থানে যারা গাজী আছেন তাদের প্রতিও আমাদের শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা। তাদের প্রতি আমাদের দায় রয়েছে, জনগণের প্রতি আমাদের দায় রয়েছে। সেই দায় মাফিক আমরা সামনে এগিয়ে যাব।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ যেন স্বাধীনভাবে বাঁচতে পারে, স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারে সেই লক্ষ্যে কাজ করতে আমরা বদ্ধপরিকর। বাংলাদেশ আ-আম জনতা পার্টি ফিন্যান্সিয়াল ফ্রিডমের লক্ষ্যে কাজ করবে।

তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, গতকাল থেকে আমাদের সাংবাদিক বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করে আমাদের তুলে ধরেছেন। তাদেরকেও ধন্যবাদ জানাই।

সূত্র: https://www.facebook.com/share/v/1RKah8UtWY/

মায়মুনা

×