
ভারতে পাস হওয়া বিতর্কিত ওয়াকফ বিল এবং মুসলিম সম্প্রদায়ের অধিকার হরণের বিরুদ্ধে এবং গাজায় অব্যাহত গণহত্যার প্রতিবাদে, আজ শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল আয়োজন করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
জুমার নামাজের পর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এতে দলটির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ অংশ নিচ্ছেন এবং নেতৃত্ব দিচ্ছেন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী দেশবাসীকে দলমত নির্বিশেষে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “বিশ্বের মুসলিম উম্মাহর বিরুদ্ধে যেকোনো অন্যায়ের প্রতিবাদে জমিয়ত সবসময় সোচ্চার থেকেছে, আগামীতেও থাকবে।”
সূত্র:https://tinyurl.com/5n7x96fz
আফরোজা