
জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমান যুক্তরাজ্য সফরের পর এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাথে তাদের আলোচনার বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। জুলাই গণঅভ্যুত্থানে দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে। এ অবস্থায় নির্বাচন হওয়ার আগে সংস্কার সহ তিনটি শর্ত পূরণ হতে হবে। অন্যথায় নির্বাচনের কমিটমেন্ট নিয়ে শংকা জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে জামায়াতের আমীর আরও বলেন, "সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচারের প্রসঙ্গে আমাদের অবস্থান সুস্পষ্ট।" তিনি জানান, "জনগণের চাহিদা এবং মিনিমাম চাহিদার আলোকে যে সংস্কার হবে, সেই সংস্কারে আমরা কতটুকু সহযোগিতা করতে পারব, তা নির্বাচনের সময়সূচি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
এ প্রসঙ্গে জামায়াতের আমীর আরও বলেন, “এ দুটি বিষয় সংশোধন এবং বিচার,এক্ষেত্রে কোন ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই। আমাদের সকলের একমত হওয়া উচিত যে, ‘বিচার চাই’ এবং ‘সংস্কার চাই’।”
যুক্তরাজ্য সফরের সময় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “কথা তো হয়েছে, কিন্তু আমরা সুনির্দিষ্ট কোন বিষয়ে আলোচনা করিনি। কখন নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, বিচার প্রক্রিয়া কিভাবে হবে—এসব বিষয়ে আমাদের আলোচনা ছিল না, এটি ছিল সাধারণ আলোচনা। কোনো ডিসিসিভ আলোচনা ছিল না।”
ইউরোপ সফর সম্পর্কে ডা. শফিকুর রহমান বলেন, "সফরকালে ইউরোপীয় ইউনিয়ন কমিশন এবং কাউন্সিলের হেডকোয়ার্টার সফরসহ বাংলাদেশে চলমান রাজনীতি, অর্থনীতি, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তনসহ নানা বিষয়ে সফল আলোচনা হয়েছে।"
সংবাদ সম্মেলনে জামায়াতের আমীর আরও বলেন, "বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, রোহিঙ্গা ইস্যু এবং জলবায়ু পরিবর্তনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকগুলোর মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পাওয়া গেছে।"
সূত্র:https://tinyurl.com/mvwxz7vx
আফরোজা