ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আল্লাহ তা’আলা ছাড়া কেউ বলতে পারবে না নির্বাচন হবে কি হবে না: ববি হাজ্জাজ

প্রকাশিত: ০৯:৪১, ১৮ এপ্রিল ২০২৫; আপডেট: ০৯:৪৩, ১৮ এপ্রিল ২০২৫

আল্লাহ তা’আলা ছাড়া কেউ বলতে পারবে না নির্বাচন হবে কি হবে না: ববি হাজ্জাজ

ছবি : সংগৃহীত

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে বলেন, নির্বাচন একটি অত্যন্ত স্পেসিফিক ও গুরুত্বপূর্ণ বিষয়, যা নিয়ে স্পষ্ট আলোচনা প্রয়োজন। তিনি উল্লেখ করেন যে, প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই পরিষ্কার করেছেন যে, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে  নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে, তিনি আরও যোগ করেন, "যদি অল্প সংস্কার চাওয়া হয়, তাহলে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর নির্বাচন হবে; আর যদি বেশি সংস্কার চাওয়া হয়, তাহলে ২০২৬ সালের ২৬ জুন নির্বাচন হবে।"  

 

 


হাজ্জাজ বলেন, বিএনপি নির্বাচনের জন্য একটি নির্দিষ্ট তারিখ চেয়েছিল, কিন্তু তাদের একটি ক্যালেন্ডার ধরিয়ে দেওয়া হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, *"অল্প সংস্কার ও বেশি সংস্কারের সংজ্ঞা কী? কে সেটি নির্ধারণ করবে?"আল্লাহ তা'আলা ছাড়া কেউ বলতে পারবে না নির্বাচন হবে কি হবে না , এই অস্পষ্টতা পরিস্থিতিকে জটিল করে তুলছে বলে তিনি মন্তব্য করেন।  

 


তিনি বলেন, অনেকেই দাবি করছেন যে *এনসিপি (জাতীয় সংসদীয় কমিটি) সরকারের সঙ্গে ঘনিষ্ঠ, কিন্তু যেহেতু বর্তমান সরকার অরাজনৈতিক, তাই এ ধরনের সম্পর্ক কীভাবে সম্ভব? তিনি প্রশ্ন রাখেন, "সরকার অরাজনৈতিক হলে এনসিপির সঙ্গে তাদের সম্পৃক্ততা কীভাবে হলো?"

  


হাজ্জাজ বলেন, সরকারের মধ্যে কেউ কেউ রাজনৈতিক দায়িত্বে নেই, তারা শুধুমাত্র নির্দিষ্ট দপ্তরের দায়িত্বে আছেন। তবে, নির্বাচন একটি রাজনৈতিক প্রক্রিয়া, তাই এর স্পষ্টতা অপরিহার্য।  

আঁখি

×