ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির জরুরি বৈঠক 

প্রকাশিত: ০৯:১২, ১৮ এপ্রিল ২০২৫

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির জরুরি বৈঠক 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুরু হয় বৈঠকটি।

দলীয় সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকের সভাপতিত্ব করেন তারেক রহমান। এতে বিএনপির শীর্ষ নেতারা সরাসরি উপস্থিত ছিলেন।

বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, বিশেষ করে বিএনপির প্রধান উপদেষ্টা ড. মো. ইউনুসের সঙ্গে দলের বুধবারের বৈঠক এবং ‘ঐক্যমতো কমিশন’ গঠনের উদ্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। 

রাত ১১টার দিকে শেষ হওয়া এ বৈঠকের বিস্তারিত সিদ্ধান্ত ও আলোচিত বিষয়গুলো আগামী সপ্তাহে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে জনসমক্ষে উপস্থাপন করা হবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

 

 

সূত্র:https://tinyurl.com/mubayx4f

আফরোজা

×